Monjurul Islam - (Kurigram)
প্রকাশ ০১/০৩/২০২২ ১১:০৪এ এম

ভূরুঙ্গামারীতে নবনির্বাচিত ইউপি সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে নবনির্বাচিত ইউপি সদস্যের  শপথ গ্রহণ অনুষ্ঠিত
ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে তিনটি ইউপির (ইউনিয়ন পরিষদ) নবনির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানে ভূরুঙ্গামারী সদর, শিলখুড়ি ও পাথরডুবি ইউনিয়নের ৯জন সংরক্ষিত মহিলা সদস্য এবং ২৭জন সাধারণ সদস্য শপথ গ্রহণ করেন। এসময় নবনির্বাচিত চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ অনুষ্ঠানের নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

শপথ গ্রহণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা, উপজেলা নির্বাচন কর্মকতৃা মশিউর রহমান ও উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) আজাহার আলী ও প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক প্রমুখ ।

প্রসঙ্গত গত ৩১ জানুয়ারী ভূরুঙ্গামারী উপজেলার দশটি ইউনিয়নের মধ্যে ৬ষ্ট ধাপে তিনটি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ