খানসামায় উপজেলা পর্যায়ে শীতকালীন ৫০তম ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ
দিনাজপুরের খানসামায় উপজেলা পর্যায়ে ৫০তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারী) বিকালে উপজেলা জাতীয়, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা সমিতির আয়োজনে খানসামা সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন ইউএনও রাশিদা আক্তার।
উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান এ.টি এম.সুজাউদ্দিন লুহিন শাহয়ের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মঞ্জুরুল হক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণ ও প্রেসক্লাবের সদস্যগণ।