Md Rejaul Karim - (Dinajpur)
প্রকাশ ২৮/০২/২০২২ ১১:৫৩এ এম

নবাবগঞ্জে গণটিকা কার্যক্রমের শেষদিনে উপচে পড়া ভীড়

নবাবগঞ্জে  গণটিকা কার্যক্রমের শেষদিনে উপচে পড়া ভীড়
দিনাজপুরের নবাবগঞ্জে সরকারি সিদ্ধান্ত মোতাবেক দেশের এক কোটি মানুষকে করোনার টিকা প্রদানের লক্ষে ভ্রাম্যমান গাড়িতে ও টিকা কেন্দ্রের মাধ্যমে দশ হাজার মানুষকে করোনার টিকা প্রদান করা হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারী) উপজেলার বিভিন্ন হাটে-বাজারে, গ্রামে প্রান্তিক জনগোষ্টিদের এ টিকা প্রদান করা হয়। এ ছাড়া যাদের ভোটার আইডি কার্ড, জন্মনিবন্ধন নেই তারা নিজ ব্যবহৃত মোবাইল নম্বর দিয়েও মোবাইল না থাকলেও তার নাম-ঠিকানা নিয়েও টিকা নিতে পেরেছেন। উপজেলার বাসস্ট্যান্ড, বাজার এবং গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ টিকা কেন্দ্রের মাধ্যমে বাদ পড়াদের প্রথম ডোজ টিকা দেওয়া হয়।

এ বিষয়ে মেডিক্যাল টেকনোলজিষ্ট (ইপি আই)মোঃ নরুজ্জামান খন্দকার জানান আজ গণটীকা কার্যক্রমে ভ্রাম্যমান টিকাদান টিম মিলে প্রায় দশ হাজার মানুষকে টিকার আওতায় আনা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাহজাহান আলী জানান, নবাবগঞ্জ উপজেলায় ১২ বছরের শিশুদের বাদ দিয়ে মোট ৯০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা হয়েছে। উপজেলার সকল মানুষকে টিকার আওতায় আনতে ভ্রাম্যমান টিকা দান টিম গঠন করা হয়েছে। উপজেলার প্রতন্ত্য অঞ্চলের সাধারণ মানুষদের টিকার আওতায় অনতে এই ভ্রাম্যমান টিকাদান টিম টিকা প্রদান করছে। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম জানিয়েছেন উপজেলা প্রশাসনের আয়োজনে প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন হাট-বাজারে প্রচার-প্রচারনা চালানো হয়েছে ।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ