KAMRUL ISLAM KAMAL
প্রকাশ ০১/০৩/২০২২ ০৯:৫১পি এম

ঘোড়াশালে নিখোঁজের তিনদিন পর নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার

ঘোড়াশালে নিখোঁজের তিনদিন পর নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার
নরসিংদীর পলাশ উপজেলায় নিখোঁজের তিনদিন পর কবির হোসেন (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকালে ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক এলাকার একটি ভবনের পিছন থেকে ওই নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করে পলাশ থানা পুলিশ। নিহত কবির হোসেন ঘোড়াশাল পৌর এলাকার গড়পাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। সে বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক এলাকায় একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের ড্রেন নির্মান শ্রমিকের কাজ করতো।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, গত মঙ্গলবার সকালে কবির হোসেন কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন তার কোন খোঁজ না পেয়ে বুধবার রাতে পলাশ থানায় নিখোঁজের জিডি করে। এদিকে বৃহস্পতিবার বিকেলে বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক এলাকার একটি ভবনের পাশে একটি পরিত্যাক্ত ঝোপে কবির হোসেনের লাশ পড়ে থাকতে দেখে নিরাপত্তাকর্মীরা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। পলাশ থানার পুলিশ সূত্রে জানা যায়, মরদেহ উদ্ধারের একদিন আগে পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছিল। লাশ উদ্ধার করে ময়না তদন্তেরর জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ