নরসিংদী তে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, ক্রীড়া সামগ্রী, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বতরণ ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার নরসিংদী প্রেস ক্লাব অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও শিবপুর উপজেলার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা। বিশেষ অথিথির বক্তব্য রাখেন নরসিংদী জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের উপদেস্টা ও ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন চৌধুরী। নরসিংদী প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক মনজিল এ মিল্লাত এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক লোকনাথ চন্দ্র বর্মন, রায়পুরা উপজেলা সভাপতি আব্দুল্লাহ আল মামুন,শিবপুরের সভাপতি পিয়াস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেন ভুইয়া।