KAMRUL ISLAM KAMAL
প্রকাশ ১৭/০২/২০২২ ০৮:১৫পি এম

পলাশে নির্মাণাধীন আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শনে এমপি

পলাশে নির্মাণাধীন আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শনে এমপি
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে আশ্রায়ন-৩ প্রকল্পের আওতায় নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী বরাব এলাকায় আশ্রায়ন প্রকল্পের নির্মাণাধীন ২১টি ঘর পরিদর্শন করেছেন পলাশের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ। গতকাল বুধবার দুপুরে তিনি এ নির্মাণ কাজ পরিদর্শন করেন।

এ সময় তিনি সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পের ঘর নির্মাণে দেশের বিভিন্ন এলাকায় অনিয়মের কথা শোনা গেলেও পলাশে কোন অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। ঘর পরিদর্শনকালে পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরী, সহকারী কমিশনার(ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার ও জিনারদি ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী উপস্থিত ছিলেন। সংসদ সদস্য নির্মাণাধীন কাজের বিষয়ে খোঁজ খবর নেন এবং প্রকল্পে পূর্বে বসবাসকারী ১০টি পরিবারের জনগণের সাথে কুশল বিনিময় করেন।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ