Md.Nezam Uddin - (Chattogram)
প্রকাশ ১১/০২/২০২২ ১২:২৬পি এম

বাংলাদেশ কম্পিউটার সোসাইটি চট্টগ্রাম শাখার প্রধান অধ্যাপক ড.সামসুল  আরেফিন

বাংলাদেশ কম্পিউটার সোসাইটি চট্টগ্রাম শাখার প্রধান অধ্যাপক ড.সামসুল  আরেফিন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক এবং প্রাক্তন বিভাগীয় প্রধান বিশিষ্ট কম্পিউটার প্রকৌশলী ড. মোহাম্মদ সামসুল আরেফিন পুনরায় বাংলাদেশ কম্পিউটার সোসাইটি চট্টগ্রাম ব্রাঞ্চের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন ইতিপূর্বে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির জাতীয় নির্বাহী কমিটির ভাইস-প্রেসিডেন্ট (একাডেমিক) হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ড. মোহাম্মদ সামসুল আরেফিন আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের বর্তমান কমিটির নির্বাচিত ভাইস-চেয়ার। তিনি IEEE-এর সিনিয়র সদস্য, IEB এবং BCS ফেলো এবং ACM সদস্য । ড. আরেফিন একজন স্বনামধন্য অধ্যাপক ও গবেষক ।

তাঁর গবেষণার বিষয় হলো- Privacy-Preserving Data Publishing and Mining, NLP, IoT, Big Data Management, Social Network Data Analysis, Object Oriented System Development and IT for Education, Agriculture and Environment। বিভিন্ন রেফারড জার্নাল এবং কনফারেন্সে তাঁর একশত বিশটির উপর প্রকাশনা রয়েছে এবং তিনি তিরিশটির অধিক Keynote/Invited স্পীচ প্রদান করেছেন। তিনি Computer Science and Engineering Research Journal এর Editor in Chief এবং BCS Journal of Information and Communication Technology এর Associate Editor হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিভিন্ন সময় অধ্যাপক আরেফিন চুয়েট শিক্ষক সমিতির সভাপতি, সহ-সভাপতি, কোষাধ্যক্ষ এবং IEB কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিভিশন এর নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রথম ক্যাম্পাস ভিত্তিক আইটি বিজনেস ইনকিউবেটর, শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর, চুয়েট এর প্রাক-সম্ভাব্যতা যাচাই দলের সদস্য ছিলেন। তাঁর নেতৃত্বে দেশে প্রথমবারের মত বিগ ডাটা, আইওটি এবং মেশিন লার্নিং শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। ডা. আরেফিন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল,পরীক্ষা কমিটি এবং সিলেকশন কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন । চুয়েটে ড. আরেফিন বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব যথা সিএসই বিভাগের বিভাগীয় প্রধান, ডঃ কিউ.কে. হল ও শামসেন নাহার খান হলের প্রভোস্ট, নিরাপত্তা উপদেষ্টা, সিএসই বিভাগের স্নাতক এবং স্নাতকোত্তর পরীক্ষা কমিটির চেয়ারম্যান, সিএসই বিভাগের পরিকল্পনা কমিটির চেয়ারম্যান, সিএইচএসআর’র সদস্যসহ আরো বহুবিধ দয়িত্ব পালন করেছেন। একজন কলাম লেখক এবং টিভি আলোচক হিসাবেও ড. আরেফিন এর ভূমিকা উল্লেখযোগ্য। ব্যাক্তিগত ও প্রফেশনাল কাজে ড. আরেফিন ইতিমধ্যে জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভুটান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, সৌদি আরব, মিসর, ভারত এবং চীন সফর করেছেন

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ