নারায়ণ মাহাত,ভারত।
গণতন্ত্রের নামে গেঁড়াকল,
চলছে স্বাধীন দেশে;
নইলে কেন মানবাধিকার,
পথের ধুলোয় মেশে !
তত্ত্ব-তথ্য বাদ দিয়ে তাই,
বলি সোজা এক কথা;
"নাই" এর বিষ-এ জর্জরিত,
সারা গায়ে শুধু ব্যথা ।
তমশাচ্ছন্ন জীবন আকাশ,
তামাশা এ 'গণতন্ত্র';
রঙে রাঙানো প্রহরী বিহীন,
ভাঙাচোরা দেহযন্ত্র !
এত সুন্দর গণতন্ত্র,
এই তার পরিণতি;-
"রহিল বলদা বহিল না হাল"
অতি বদ মতিগতি ।
প্রহরীর সাজে দুয়ারে দাঁড়ায়ে,
হাজার যন্ত্রধারি;
কত আশা হায় শত শত বুকে,
যন্ত্রণা জাগে ভারি !
রঙ-ঢঙ দেখে হাসি মুখ ঢেকে,
প্রহরে প্রহরী হরি;
ঈশানের কোণে ওই কালো মেঘ,
ডাকে গুরু গুরু করি ।