Towhidul Islam - (Chattogram)
প্রকাশ ২৭/০১/২০২২ ০৫:৩৯পি এম

accident: সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউটার্নে ইউনিটেক্স এর বাস উল্টে ১০নারী শ্রমিকসহ আহত ১৬

accident: সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউটার্নে ইউনিটেক্স এর বাস উল্টে ১০নারী শ্রমিকসহ আহত ১৬
সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউটার্নে ইউনিটেক্স এর বাস উল্টে ১০নারী শ্রমিকসহ আহত ১৬

আজ ২৭ জানুয়ারি, বৃহস্পতিবার। চট্টগ্রামের সীতাকুণ্ড বাঁশবাড়ীয়াস্হ এক কটন মিল ছুটির পর শ্রমিক নিয়ে যাওয়ার পথে দূর্ঘটনা কবলিত হয়ে ১০ নারী শ্রমিকসহ আহত হয়েছেন ১৬ জন। এসময় সড়কে প্রায় ৪০ মিনিট ধরে যানজটের সৃষ্টি হয়।

সীতাকুণ্ড হাইওয়ে থানার ওসি আব্দুল্লাহ জানায়, শ্রমিকবাহী মিনি বাসকে পেছন থেকে একটি ট্রাক এসে বাসকে পাশ থেকে চাপ দেয়। এসময় বাস ও ট্রাকটি মহাসড়কের মধ্যেই উল্টে যায়।

আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লক্সে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ