Rape: ধামরাইয়ে মামার কাছে ভাগ্নী ধর্ষণ
ধামরাইয়ে মামার কাছে ভাগ্নী ধর্ষণের ঘটনায় আজ রবিবার(২৩ জানুয়ারি) বিকেলে নিজ বাড়ি থেকে ধর্ষক মামা আমির হোসেন আমুকে(৪৫) আটক করেছে ধামরাই থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই উপজেলার কাউয়ালিপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ রাসেল মোল্লা।
ধর্ষনের ঘটনায় ভুক্তভোগীর মা সখিনা আক্তার(৩৮) আজ রবিবার সকালে ভাই আমির হোসেন আমুর বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেন। গত দুইদিন আগে ধর্ষণের ঘটনায় অন্তঃসত্ত্বার বিষয়টি জানাজানি হয়। এ নিয়ে এলাকায় বেশ উত্তেজনার বিরাজ করছে। এমন ঘটনাটি ঘটেছে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের কাওয়াখোলা গ্রামে।
ধর্ষণকারী আমির হোসেন আমু উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের কাওয়াখোলা গ্রামের মোঃ ইজ্জত আলীর ছেলে।
অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, গত চার মাস আগে ভাগ্নী আমির হোসেনের বাড়ীতে বেড়াতে এসে রাতে আমির হোসেনের মেয়ের সাথে একই কক্ষে ঘুমাতে যায়। পরের দিন সকালে আমির হোসেনের মেয়ে প্রাইভেট পড়তে চলে গেলে আমির গোপনে ভাগ্নীর সেই কক্ষে প্রবেশ করে ভাগ্নীকে জোর পূর্বক ধর্ষণ করে। পরে ভাগ্নী চিৎকার করলে আমির হোসেন তাকে প্রাণ নাশের হুমকি দিলে ভাগ্নী ও তার পরিবার চুপ হয়ে যায়। পরে গত এক মাস আগে মেয়ের বিয়ে হয়। সেখানে তার শারীরিক অবস্থা পরিবর্তন দেখা গেলে মেয়েকে ডাক্তারি পরীক্ষা করানো হলে সে চার মাসের অন্তঃসত্ত্বা বলে জানা যায় ।
এর পর ভুক্তভোগীকে বিষয়টি সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন,আমার মামা আমির হোসেন আমাকে জোর পূর্বক ধর্ষণ করে। আমি চিৎকার করলে আমির হোসেন আমাকে ধারালো অস্ত্রের মুখে ভয় দেখালে আমি ভয়ে বিষয়টি চেপে যাই।
কেন এতদিন বিষয়টি কাউকে জানানো হয়নি বা থানায় কোন অভিযোগ করা হয় নি এমন প্রশ্নে ভুক্তভোগীর মা সখিনা আক্তার বলেন, অনেক চেষ্টা করেছি থানার আশ্রয় নিতে।কিন্তু পারি নি।কারণ আমার পরিবারকে সব সময় হুমকি দিয়ে যাচ্ছে আমার ভাই। কোন কিছু করলে পুরো পরিবারকে দেখে নিবে।
আমার মেয়ে ও আমাকে মেরে ফেলার হুমকিও দিয়েছে একাধিক বার।ভয়ে কিছুই করতে পারি নি।আজ বিষয়টি নিয়ে পরিবারের সাথে কথা বলে গোপনে থানায় এসে অভিযোগ করেছি।কারণ জানলে আমির হোসেন বড় ধরনের ক্ষতি করতে পারে।
তিনি আরো বলেন, নিজের ভাগ্নীর সাথে যে এতো জগন্য কাজ করতে পারে তার উপযুক্ত বিচার হওয়া উচিত।
স্থানীয়রা জানান, আমির হোসেন একজন মাদকসেবী ও খারাপ চরিত্রের লোক।নারী কেলেঙ্কারির মতো জগন্য ঘটনা তার আরো রয়েছে। একাধিক বার জরিমানাও দিয়েছে।