Jahidur Rahman - (Dhaka)
প্রকাশ ২২/০১/২০২২ ০৩:০৫পি এম

Corona infections: করোনা সংক্রমণ বৃদ্ধিতে বিধি-নিষেধ ও লকডাউনের সমন্বয়হীনতায় সরকার

Corona infections: করোনা সংক্রমণ বৃদ্ধিতে বিধি-নিষেধ ও লকডাউনের সমন্বয়হীনতায় সরকার
শুক্রবার ছুটির দিন (২১শে জানুয়ারি, ২০২২) হঠাৎ সকালে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিল। এই ঘোষণায় আগের দিন শিক্ষামন্ত্রী যেকোনো মূল্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার ঘোষণা বুমেরাং হয়ে গেল।

তবে, আগের ১১টি বিধি-নিষেধের সাথে পাঁচটি বিধিনিষেধ জুড়ে দিল। টিকার সনদ নিয়ে বিপিএল, বাণিজ্য মেলা, দোকানপাট, শপিংমল সব জায়গায় যাওয়া যাবে। বইমেলা ১৫ই ফেব্রুয়ারি থেকে চলবে।

অদ্ভুত ব্যাপার হলো, স্বাস্থ্যবিধি কেউ মানছে না। বাণিজ্য মেলায় প্রতিদিন ৩০ হাজার মানুষ যাচ্ছে। শেষের দিকে অবস্থা আরও মানুষ যাবে। বইমেলা হলে আরও ভিড় হবে। কেউ কিন্তু টিকার সনদ নিয়ে ঘুরে না। পর্যটন কেন্দ্র সমস্ত খোলা। উপচেপড়া ভিড় প্রতিদিন বাড়ছে। নজরদারির কেউ নেই।

সরকারের অবস্থা দেখলে মনে হয় শিক্ষা প্রতিষ্ঠানে সমস্ত করোনা ভাইরাস সংক্রমণ হচ্ছে। এভাবে সবকিছু খোলা রেখে কতোটা সামাল দিতে পারবে সরকার। সবকিছু খোলা রেখে পরিস্থিতি সামাল দিতে না পারলে শেষ পর্যন্ত হয়তো লকডাউনের পথেই হাঁটতে হবে সরকারকে।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ