বরগুনায় হাসপাতালে হঠাৎ আগুন রোগীরা রাস্তায়
বরগুনা সদর সরকারি হাসপাতালে ১৪ জানুয়ারি ২০২২ দিবাগত রাত দেড়টার দিকে হঠাৎ ধোঁয়া দেখে রোগীরা রাস্তায় নেমে এসেছে, এসময় গণমাধ্যমকর্মীরা রোগীদের কাছ থেকে জানতে চাইলে রোগীরা জানিয়েছে, হাসপাতালে মধ্যে তারা প্রচুর ধোঁয়া ও আগুনের স্ফুলিঙ্গ দেখে তারা নিরাপত্তা ঝুঁকি এড়াতে রাস্তায় নেমে এসেছেন।
পরে গণমাধ্যমকর্মীরা হাসপাতালে মধ্যে গিয়ে কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পারি, হঠাৎ ইনডোরে ট্রান্সফরমারের বিস্ফোরণের শব্দ ও ধোয়া এবং স্পার্ক তৈরি হয়েছে রোগীরা আতঙ্কে রাস্তায় নেমে গেছে।
এ বিষয়ে এখন পর্যন্ত দায়িত্বশীলদের পরিষ্কার বক্তব্য পাওয়া যায়নি। ঘটনা তদন্ত করে বিস্তারিত জানানো হবে বলে বলা হয়েছে।