Md. Abdur Rahim - (Chapainawabganj)
প্রকাশ ১১/০১/২০২২ ০৪:৫৯পি এম

Chapainawabganj: শিবগঞ্জ গৌড় ম্যাংগোর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Chapainawabganj: শিবগঞ্জ গৌড় ম্যাংগোর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ad image
স্বেচ্ছাসেবী সংগঠন শিবগঞ্জ গৌড় ম্যাংগো সিটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ পৌর এলাকায় সৃষ্টি প্রি-ক্যাডেট স্কুল চত্বরে আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান আলোচক ছিলেন সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক ডা. মাহফুজ রায়হান। এ সময় তিনি বলেন, করোনার নতুন ধরণ ওমিক্রন রোধে সকলকে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি সর্তক থাকার আহবান জানান।

শিবগঞ্জ গৌড় ম্যাংগো সিটির সভাপতি আলমগীর জয়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। তিনি বলেন, বিগত দিনে সংগঠনের স্বেচ্ছাসেবকরা অসহায় মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার তরিকুল ইসলাম, সাদা মনের মানুষ জিয়াউল ঘোষ ও বৃক্ষ প্রেমিক কার্তিক প্রামানিকসহ অন্যরা। শেষে স্বেচ্ছায় রক্ত প্রদানকারী স্বেচ্ছাসেবকদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ার করুন

ad image

সম্পর্কিত সংবাদ