Towhidul Islam - (Chattogram)
প্রকাশ ০৫/০১/২০২২ ০৫:৫৬পি এম

Chittagong: শুক্রবার হাটহাজারি মাদরাসার বার্ষিক মাহফিল

Chittagong: শুক্রবার হাটহাজারি মাদরাসার বার্ষিক মাহফিল
আগামী জুমাবার (৭ জানুয়ারী ২০২২) দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ইসলামী শিক্ষাকেন্দ্র দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী মহাসম্মেলন।

আলহামদুলিল্লাহ, মাহফিল ও দস্তারবন্দী মহাসম্মেলন আয়োজনের সার্বিক প্রস্তুতি নিয়ে জামিয়া শিক্ষক-ছাত্র সকলেই বর্তমানে ব্যস্ত সময় পার করছেন। জামিয়ার শিক্ষার্থীদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে জামিয়া ময়দানে সামিয়ানা টানানো ও অন্যান্য প্রস্তুতিমূলক কাজও দ্রুত গতিতে এগিয়ে চলেছে।

অন্যান্য বছরের মতো এবারও ঐতিহ্যবাহী এই বৃহৎ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের মাহফিল ও দস্তারবন্দী মহাসম্মেলন উপলক্ষে উলামায়ে কেরাম, তোলাবা ও তাওহিদী জনতার এক বিশাল ও প্রাণবন্ত জমায়েত ও মিলন মেলা অনুষ্ঠিত হবে বলে আশা করা যাচ্ছে।

উলামায়ে কেরাম, জামিয়ার ফারেগীন এবং সর্বস্তরের তাওহিদী জনতার প্রতি জামিয়ার পক্ষ থেকে মাহফিলে শরীক হতে দাওয়াত দেওয়া হয়েছে।

মাহফিল ও দস্তারবন্দী সম্মেলনের কামিয়াবির জন্য সকলের দোয়া কামনা করেছেন মাহফিল এন্তেজাম কমিটি ।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ