
Monir Khan
|Subscribers
Liked videos
২৮ মে, দিনাজপুরের ইন্সটিটিউট চত্তরে আয়োজিত জনসভায় বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি মুহম্মদ রেজাউল করীম।
বিস্তারিত বিবরণ:
বাংলাদেশের পোশাক সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধ নিয়ে চলছে বিতর্ক। সাধারণ জনগণের মতে, পোশাকের স্বাধীনতা মানে দেশের সাংস্কৃতিক ও সামাজিক শৃঙ্খলাকে অস্বীকার করা। অনেকেই মনে করেন, পোশাকের স্বাধীনতার নামে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধকে চ্যালেঞ্জ করা হচ্ছে, যা দেশের আদর্শ ও ঐতিহ্যের পরিপন্থী। অন্যদিকে, কিছু মানুষ ব্যক্তি স্বাধীনতার পক্ষে কথা বলছেন, যেখানে সবাই নিজের ইচ্ছামতো পোশাক পরার অধিকার রাখে। এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে তরুণ প্রজন্ম ও রক্ষণশীল সমাজের মধ্যে মতপার্থক্য। এ নিয়ে আপনার মতামত কী?
ট্যাগ:
freedom of dress, dress code debate, Bangladesh culture, social values, tradition vs modernity, public opinion, conservative vs liberal, dress freedom controversy, moral policing, cultural identity, dress code in Bangladesh, freedom vs restriction, social norms, religious beliefs, youth opinion, ethical clothing, women's rights, personal freedom, modesty debate, dress policy
হ্যাশট্যাগ:
#freedomofdress #dresscodedebate #bangladeshculture #socialvalues #traditionvsmodernity #publicopinion #conservativevsliberal #dressfreedom #moralpolicing #culturalidentity #dresscodebangladesh #freedomvsrestriction #socialnorms #religiousbeliefs #youthopinion #ethicalclothing #womensrights #personalfreedom #modestydebate #DressPolicy
4o
নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া:
“শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের কুতুবদিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বুধবার (২৮ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হাসান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদাত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, “বর্তমানে খাদ্যে ভেজালের মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়েছে। সচেতনতা ছাড়া এ পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব নয়।”
সভা সঞ্চালনা করেন ডা. জুনায়েদ আনসারি।
এছাড়াও বক্তব্য রাখেন কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরমান হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মুসলেম উদ্দিন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা নাজমুস সাকিব প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।