
Vídeos curtidos
আজ চট্টগ্রামে১৪ জুলাই' ২৫ইং, রোজ: সোমবার, দুপুর ২ টা হতে
স্থান: জলদী মিয়ার বাজার হাবিব উল্লাহ পানাহ জামে মসজিদ স্থলে
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ বাঁশখালী উপজেলা শাখার সম্মানিত সভাপতি দারুল উলুম হামিউচ্ছুন্নাহ ভাদালিয়া বড় মাদ্রাসার সাবেক হিফজ বিভাগীয় প্রধান ও জলদী নূরুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক, হুফফাজ- হাফেজ মাওলানা আবদুল্লাহ সাহেব (রহ:) এর জীবন ও কর্ম শীর্ষক
আলোচনা সভা ও দোয়া মাহফিল
হাফেজ মোঃ সেলিম সাহেবের সঞ্চালনায়
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ ও ছাত্রবৃন্দ ব্যবস্থাপনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়
উক্ত অনুষ্ঠানে। জীবন ও কর্ম শীর্ষক
আলোচনা করেন। জামাতে ইসলামী বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সহকারি সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান
: মাওলানা জহিরুল ইসলাম।
জামাতে ইসলামী বাংলাদেশ বাঁশখালী শাখায় আমির: মাওলানা তৈয়ব সাহেব।
বাঁশখালী হাজি রাফিয়া আদর্শ বালিকা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক : হাফেজ মাওলানা ওসমান গনি সাহেব। মাওলানা কার্রী ফজলুল করিম জিহাদী। মাওলানা নুর আহমদ সাহেব . হাফেজ ক্বারি মাওলানা শহিদুল মুস্তফা সাহেব। হাফেজ মাওলানা ক্বারী আনোয়ারুল হক সাহেব। হাফেজ মাওলানা এরশাদ উল্লাহ তালুকদার সাহেব।
জনাব আজিজুল হাসান সাহেব।
হাফেজ মাওলানা লোকমান হাকিম। হাফেজ জমির উদ্দিন, শিল্পী হাফেজ খলিলুর রহমান
হাফেজ জসিম উদ্দিন। হাফেজ এরশাদ আজাদী, হাফেজ আরিফ। হাফেজ আজগর। হাফেজ সরওয়ার কামাল সহ হাফেজ মাওলানা মরহুম আব্দুল্লাহ সাহেব হাজার হাজার ছাত্রগণ উপস্থিত ছিলেন। আয়োজনে: হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ ও ছাত্রবৃন্দ বাঁশখালী, চট্টগ্রাম।
ময়মনসিংহের ভালুকায় এসএসসি ফলাফল ২০২৫ | বালিকা উচ্চ বিদ্যালয়ের দুর্দান্ত ফলাফল
২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে ময়মনসিংহের ভালুকা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে দেখা গেছে চমকপ্রদ সাফল্য। ভালুকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৫৮ জন ও ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ৪৭ জন শিক্ষার্থী GPA 5 পেয়েছে।
এই ভিডিওতে জানুন—
✅ কোন স্কুলে কতজন পরীক্ষার্থী অংশ নেয়
✅ পাস ও ফেলের সংখ্যা
✅ GPA 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা
✅ পাসের হার ও বিশ্লেষণ
পুরো প্রতিবেদনটি দেখে ভালুকা অঞ্চলের শিক্ষার মান নিয়ে ধারণা পাবেন।
ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আরও আপডেটের জন্য।
Cover Topic -
SSC Result 2025, SSC 2025 Bangladesh, Bhaluka School Result, GPA 5 List 2025, Bhaluka Govt Girls School, Bhaluka Pilot School Result, হালিমুন্নেসা স্কুল, সোনার বাংলা স্কুল, ভালুকা স্কুল SSC রেজাল্ট, SSC GPA 5 2025, ময়মনসিংহ SSC ফলাফল, এসএসসি রেজাল্ট ভালুকা, Bhaluka SSC News, SSC Top School Bangladesh, Education News BD, Board Result 2025, ভালুকা শিক্ষার খবর,
#sscresult2025
#valukaschool
#gpa5
#sscexam2025
#bhalukapilothighschool
#valukagovtgirlsschool
#halimunnesaschool
#sonarbanglaschool
#educationnewsbd
#sscresultsbd
#bangladesheducation
#ভালুকা
নন্দীগ্রাম ভদ্রদিঘী গ্রামের নুর নবী একটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, যা এলাকায় শোকের ছায়া ফে
নন্দীগ্রাম উপজেলা প্রতিনিধি :
নন্দীগ্রাম জামাদার তেলের পাম্পের সামনে আজ একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন ভদ্রদিঘী গ্রামের বাসিন্দা নুর নবী। প্রাপ্ত তথ্য অনুসারে, একটি ট্রাক ও ভুটভুটির সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে। নুর নবীকে দ্রুত স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নুর নবীর মৃত্যুতে ভদ্রদিঘী গ্রামে এক গভীর শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, নুর নবী একজন সদাহাস্য যুবক ছিলেন এবং তার সঙ্গে স্থানীয়দের সম্পর্ক অত্যন্ত ভালো ছিল। তার পরিবারে স্ত্রী ও দুই সন্তান রয়েছে, যারা এই আকস্মিক মৃত্যুতে শোকাহত।
স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে যে, ট্রাকটি দ্রুত গতিতে চলছিল এবং ভুটভুটির চালক যথেষ্ট সাবধানতার সাথে চালাচ্ছিলেন না। পুলিশ উভয় যানবাহনের চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে সড়কের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা প্রশাসনের প্রতি সড়ক নিরাপত্তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন যে, সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক নিয়মের কঠোর বাস্তবায়ন এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে সড়ক ও মহাসড়ক উন্নয়ন কর্তৃপক্ষের সাথে ট্রাফিক বিভাগের সমন্বয় প্রয়োজন। বিশেষত, ট্রাক ও অন্যান্য ভারী যানবাহনের গতির উপর নিয়ন্ত্রণ আরোপ করা জরুরি। এছাড়াও, স্থানীয় মানুষদের ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতন করার জন্য প্রচার প্রচারণা চালানো প্রয়োজন।
নুর নবীর আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও ভদ্রদিঘী গ্রামের মানুষদের প্রতি সমবেদনা জানাচ্ছি। তার আত্মার মাগফিরাত কামনা করছি।
ময়মনসিংহের ভালুকা ৭নং ওয়ার্ড টি,এন্ড,টি এলাকায় মা সহ, দুটি বাচ্চাকে জ*বাই করে হ*ত্যা করেছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মৃতি নিয়ে বক্তব্য রাখছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া
আজ ঘাটাইলে মিছিল শেষে বক্তব্য রাখেন সুলতান
আজ বিকেলে ঘাটাইলে মিছিল শেষে বক্তব্য রাখেন ইসলামিয়া ছাত্র আন্দোলন বাংলাদেশ ঘাটাইল শাখার সভাপতি তানভীর আহমদ
সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধাক্ষ শহিদুল ইসলাম মুকুলের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অস্ত্র উদ্ধারের ভাইরাল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, উক্ত ভিডিও বিষয়ে কলারোয়আ উপজেলা সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তীব্র নিন্দা জ্ঞাপন করেন কলারোয়ার সর্বস্তরের সাংবাদিকের সাথে মতবিনিময় কালে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা আমীর উপধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল । যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে সেটা গত ১৫ জুলাই সেনাবাহিনির সাবেক এমপি রিফাত আমিনের ছেলে বাসার থেকে যে অস্ত্র উদ্ধার হয়েছে তার ভিডিও।
টাঙ্গাইলের ঘাটাইলের একজন স্কুল শিক্ষক হয়েও ব্যতিক্রমী এক দৃষ্টান্ত স্থাপন করেছেন মশিউর রহমান। শিক্ষকতার পাশাপাশি তিনি পরিচালনা করছেন একটি কবুতরের খামার — যার নাম "ঘাটাইল এসএম খামার"।
মশিউর রহমান জানান, শখ থেকে শুরু করা এই খামার এখন তার জন্য একটি বাড়তি আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে এই খামার থেকে তিনি মাসে হাজার হাজার টাকা আয় করছেন।
নতুন উদ্যোক্তাদের জন্য একটি বার্তাও দিয়েছেন তিনি। মশিউর বলেন, "শুধু রাতের বেলা শুয়ে শুয়ে ভাবলে হবে না—এই কাজটা আমি করব, মাঠে নামতে হবে, পরিশ্রম করতে হবে। তাহলে সফলতা আসবেই।"
উল্লেখ্য, এই খামার থেকে এখন নিয়মিত নানা জাতের উন্নতমানের কবুতর সরবরাহ করা হয়। মশিউর রহমানের এই উদ্যোগ ঘাটাইলের অনেক তরুণকে উদ্বুদ্ধ করছে উদ্যোক্তা হওয়ার পথে।
সংক্ষিপ্ত প্রতিবেদন:
নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের বড় কালিয়ান গ্রামে ঘটে যায় অনৈতিক এক ঘটনা। অভিযোগ অনুযায়ী, ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামের হেলাল উদ্দীনের ছেলে মাহমুদুল হাসান লিংকন বিয়ের আশ্বাসে এক তরুণীর সঙ্গে গড়ে তোলে অনৈতিক সম্পর্ক।
পরবর্তীতে ওই তরুণ-তরুণীকে হাতেনাতে ধরে ফেলে গ্রামবাসী। কিন্তু রহস্যজনকভাবে স্থানীয় প্রভাবশালীদের হস্তক্ষেপে ও নগদ অর্থ লেনদেনের মাধ্যমে যুবক লিংকনকে ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় ক্ষুব্ধ ভিকটিম তরুণী এখন বিয়ের দাবিতে ছেলের বাড়িতে অনশন করছেন। বিষয়টি ঘিরে এলাকায় তীব্র ক্ষোভ ও আলোচনা সৃষ্টি হয়েছে।
বিগত সরকার এই বগুড়াকে কোনঠাসা করে রেখেছিল - নাহিদ ইসলাম
সিরাজগঞ্জে এক পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়নে টালবাহানা চলছে। আমরা যে পরিবর্তনের স্বপ্ন দেখেছিলাম, তা এখনো বাস্তব হয়নি।”
সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় স্টেশন বাজার গোলচত্বরে মুক্তির সোপান শহীদ মিনারে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে স্টেশন বাজার থেকে শুরু হওয়া পদযাত্রা কদম ফোয়ারা হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
নাহিদ ইসলাম বলেন, “জুলাই গণ–অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের রক্তের দাম দিতে হবে। গুম-খুন, আয়নাঘরসহ সকল অন্যায়ের বিচার ছাড়া নির্বাচনের প্রশ্নই আসে না। প্রয়োজন নতুন সংবিধান, সুবিচার ও সংস্কার।”
তিনি সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁতশিল্পের কথা তুলে ধরে বলেন, “এই শিল্প বিশ্বদরবারে তুলে ধরা সম্ভব। আগামীর বাংলাদেশে সিরাজগঞ্জ হবে গর্বের কেন্দ্রবিন্দু।”
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লাহ, যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার ও যুব সংগঠক দ্রুতী আরণ্য চৌধুরী।
সভায় জুলাই আন্দোলনের তিন কেন্দ্রীয় নেতা সাঈদ মোস্তাফা, মাহিন সরকার ও দ্রুতী আরণ্য চৌধুরীকে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করা হয়।
কুড়িগ্রামের রৌমারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে বহুতল ভবনের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। শনিবার (৫ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার রৌমারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এ মানববন্ধন করা হয়। এতে অংশ নেন প্রায় ৪০০জন শিক্ষার্থী-শিক্ষকরা।
ফেনী শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা
কুমিল্লায় ৬দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলার স্বাস্থ্য সহকারীরা ।
মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।
বৈরি আবহাওয়া উপেক্ষা করে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৬দফা দাবিতে ৩ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছে জেলার স্বাস্থ্য সহকারীরা ।
সকাল ৮টা থেকে ৩ঘন্টা ব্যাপী জেলার সিভিল সার্জন কার্যালয়ের সামনে ১৪তম গ্রেড প্রদান,বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণ,ধারাবাহিকভাবে পদোন্নতির উচ্চতর গ্রেড নিশ্চিতকরণসহ ৬দফা দাবী ব্যা্নার ফেস্টুন নিয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেন জেলার ১৭টি উপজেলার কয়েকশত স্বাস্থ্যসহকারিরা।
এসময়বক্তব্য রাখেন, বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় সদস্য সচিব মোজাম্মেল হক, , কেন্দ্রীয় সমন্বয়ক ও জেলার সাধারণ সম্পাদক রাজীব হোসেন , সহ সভাপতি সৈয়দ ফয়েজ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, মোঃ শহিদুল্লাহ চৌধুরীসহনেতৃবৃন্দরা।
বক্তব্যে স্বাস্থ্য সহকারীরা বলেন, মানব শিশু জন্মের পর থেকে ১০টি মারাত্মক রোগ থেকে সুরক্ষায় জন্য প্রতিরোধ যোগ্য টিকা হিসেবে তৃণমূল পর্যায় আমরা স্বাস্থ্য সহকারীরাই টিকা প্রদান করে থাকি। আমরা টেকনিক্যাল পদমর্যাদা থেকে বঞ্চিত। সকল দপ্তরের কর্মচারীদের থেকে পদমর্যাদাসহ চরম বেতন বৈষম্যের শিকার হচ্ছেন।
এদিকে ওই অবস্থান কর্মসূচি থেকে বক্তারা কর্তৃপক্ষের প্রতিশ্রুতি অনুযায়ী যদি আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন না করেন, তাহলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বাস্তবায়ন বন্ধ থাকবে বলে হুশিয়ারি উচআচারণ করেন স্বাস্থ্যসহকারি নেতৃবৃন্দরা।
ঝালকাঠি সদর উপজেলার বিকনা এলাকায় নতুন স্টেডিয়াম সংলগ্ন একটি বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাত গভীরে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পান এলাকাবাসী। সঙ্গে সঙ্গে তারা চিৎকার শুরু করলে আশপাশের মানুষ ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের ভেতরের আসবাবপত্র, শাড়ি-কাপড়, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।
বসতঘরের মালিক জানান, হঠাৎ আগুন দেখি ঘরের একাংশ দাউ দাউ করে জ্বলছে। প্রাণভয়ে পরিবারের সবাইকে নিয়ে বাইরে বেরিয়ে আসি।
আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখছে ফায়ার সার্ভিস।
এ ঘটনায় কেউ হতাহত না হলেও বড় ধরণের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে পরিবারটি। ক্ষতিগ্রস্ত পরিবারটি সরকারি সহায়তার দাবি জানিয়েছে।
পারকির দিকে নজর নেই কারও, বাঁধ ভেঙে খাল সৈকতের চর
। শুধু ক্ষমতার পরিবর্তনের জন্য এক দলকে সরিয়ে আরেক দলকে বসানোর জন্য কেউ রক্ত দেয়নি। রাষ্ট্র ও মৌলিক সংস্কারের মাধ্যমে নির্বাচনে যেতে হবে।
বুধবার সন্ধ্যায়, দেশ গড়তে জুলাই পদযাত্রা‘ লালমনিরহাট মিশনমোর পথসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন একটি সুষ্ঠু নির্বাচন করতে হলে মৌলিক সংস্কারের জন্য যে কার্যক্রম চলছে,জুলাই সনদ এই মাসে হওয়ার কথা সেই সনদ আদায় করার জন্য আমরা রাজপথে নেমেছি।
জুলাইয়ের ঘোষণাপত্র নতুন সংবিধান এবং ফ্যাসিস্ট খুনি হাসিনা গত ষোল বছর বাংলার মানুষের অধিকার হরন করেছে তাদের বিচার নিশ্চিত করার জন্য এনসিপির পদযাত্রা শুরু হয়েছে। যারা সন্ত্রাসী বাহিনী ছিল তাদের এখনো গ্রেফতার করা হয়নি। আদালতে গেলে তাদের ছেড়ে দেয়ার ব্যবস্থা হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে তাদের পুনঃবাসনের চেষ্টা হচ্ছে। সেসকল চেষ্টাকে প্রতিহত করতে হবে।
পদযাত্রার মাধ্যমে জনগণের দুঃখ-দুর্দশা শুনে এনসিপি ইশতেহার ও ঘোষণাপত্র তৈরি করবে।
দূর্নীতির কালো আধারে আচ্ছন্ন, আশুলিয়া সাব রেজিস্ট্রার অফিস
কেশবপুর মূলগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের, বুধবার, শিশু অপহরন কারী হিসেবে , সাতক্ষীরায় জেলার শ্যাম
কেশবপুর মূলগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের, বুধবার, শিশু অপহরন কারী হিসেবে , সাতক্ষীরায় জেলার শ্যামনাগরে উপজেলা, কাশিমারী গ্রামের, রমজান আলী নামে একজন জনতার হাতে আটক। সদর ইউনিয়ন পরিষদের, চেয়ারম্যান আলা উদ্দিন আলা, এবং মূলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষিকার হস্তক্ষেপে থানায় সোপর্দ, এলাকাবাসী জানান, কাশিমারী গ্রামের, রমজান আলী, মূলগ্রামের, সাহেব আলীর স্ত্রী, সাথী খাতুন নিকট, পূর্বের একটি ইট ভাটা থেকে পরিচয়, রমজানের নিকট থেকে আর্থিক সহয়তা নিয়েছে, তার প্রেক্ষিতে সাথীর খোঁজে আসেন রমজান,
অনাকাঙ্ক্ষিত ভাবে সাথীর ছেলে সোহেল সঙ্গে দেখে কথা বলেন। সন্দেহ জনক ভাবে তাকে
শিক্ষার্থী কিডন্যাপার হিসাবে মারপিট করেন জনতা।