Tariqul Taj
Tariqul Taj

Tariqul Taj

      |      

Prenumeranter

   Senaste videorna

Tariqul Taj
3,261 Visningar · 3 månader sedan

কিং অব বর্ডার ক্ষ্যাত কক্সবাজারের রামুর শীর্ষ সন্ত্রাসী শাহীন ডাকাতকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ বৃহস্পতিবার (৫ জুন) সকালে এক সফল অভিযানে তাকে আটক করতে সফল হয় বাংলাদেশ সেনাবাহিনী।

Tariqul Taj
80 Visningar · 4 månader sedan

⁣কক্সবাজার সমুদ্রসৈকত থেকে উড়োজাহাজ লক্ষ্য করে এক তরুণের বল ছুড়ে মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল থেকে দেখা যাচ্ছে। সৈকতের সুগন্ধা পয়েন্টের উত্তর পাশে সিগাল পয়েন্টে ভিডিওটি ধারণ করা হয়েছে।


১২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, সমুদ্রসৈকত থেকে ফুটবলটি পা দিয়ে উড়োজাহাজের দিকে ছুড়ে মারেন ওই তরুণ। ভিডিও দেখে মনে হচ্ছে বলটি উড়োজাহাজের অবস্থান থেকে আরও ওপরে ওঠার পর নিচে পড়ে গেছে।


তবে কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা গণমাধ্যমকে জানিয়েছেন, বিমানবন্দর দিয়ে উড্ডয়নের সময় উড়োজাহাজ সাধারণত সমুদ্রসৈকতের ১ হাজার ৪০০ মিটার ওপর দিয়ে যায়। আবার অবতরণের সময় এক হাজার মিটার পর্যন্ত উঁচুতে থাকে।


গোলাম মোর্তজা বলেন, ‘সে ক্ষেত্রে বালুচর থেকে ছুড়ে মারা ফুটবল বিমান পর্যন্ত আসার সুযোগ নেই। তবে বিমান চলাচলের ক্ষেত্রে সমুদ্রসৈকত এলাকায় ড্রোন ওড়ানো, আকাশে আতশবাজি নিক্ষেপসহ নানা কার্যক্রম নিষিদ্ধ। উড়ন্ত বিমান লক্ষ্য করে ফুটবল ছুড়ে মারাসহ কোনো কিছু নিক্ষেপ করার বিষয়ে মানুষকে সতর্ক থাকা উচিত।’


এব্যাপারে ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল মুকিত বলেন, ‘এধরনের ভিডিও আমাদের নজরে এসেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করছি। সৈকতে ফুটবল খেলা নিষিদ্ধ করা হয়েছে, ফুটবল পেলেই জব্দ করা হবে।’

Tariqul Taj
8 Visningar · 4 månader sedan

⁣কোস্ট গার্ড ও র‌্যাব এর যৌথ অভিযানে টেকনাফের শাহপরীতে ৫০ হাজার পিস ইয়াবাসহ ০৭ জন ইয়াবা পাচারকারী আটক।

Tariqul Taj
42 Visningar · 4 månader sedan

⁣আজ মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে কুতুবদিয়া সাগর পাড় হওয়ার সময় স্পীডবোটেই বাচ্চা প্রসব করেছে এক মা। সেই বোটে কাকতালীয় ভাবে ছিলেন ডাক্তার। তিনি সর্বাত্মক চেষ্টা করেছেন ইমার্জেন্সি ডেলিভারী করাতে এবং শেষ পর্যন্ত তিনি সফলভাবে বাচ্চা প্রসব করান।

Tariqul Taj
13 Visningar · 4 månader sedan

⁣ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে কক্সবাজার কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মিঠুন চক্রবর্তীর বক্তব্য প্রদান করেন।


এসময় তিনি ইরেজিতে তার বক্তব্য পেশ করেন এবং উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সোলাইমান, উপাধ্যক্ষ আবুল হাসনাতসহ শিক্ষার্থীবৃন্দ।

Tariqul Taj
5 Visningar · 5 månader sedan

⁣ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে সারাদেশের ন্যায় কক্সবাজারে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচিতে হাজারো গনমানুষের বিক্ষোভ মিছিল।


উক্ত বিক্ষোভ মিছিলে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ যোগ দেয়।

Visa mer