close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

Shorts News Create

⁣উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর এফ-৭ বিজিআই বিধ্বস্ত: Dhaka Plane Crash 2025

২১ জুলাই ২০২৫, সোমবার, দুপুর ২:২০ মিনিটে, উত্তরার মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উড্ডয়নের পর বিধ্বস্ত হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় দিয়াবাড়ি মেট্রোরেল ডিপোর পাশে মাইলস্টোন কলেজের মাঠে অনেক ছাত্র-ছাত্রী আহত ও নিহত হয়েছেন। ক্ষয়ক্ষতির পূর্ণ পরিমাণ এখনো নিশ্চিত হয়নি। Rescue operations are ongoing. Stay updated with the latest on this tragic Dhaka Plane Crash 2025. সাবস্ক্রাইব করুন, লাইক দিন, এবং শেয়ার করে সর্বশেষ খবর পান।
📌 নোটিফিকেশন বেল চালু করুন!
#dhakaplanecrash #milestoneschool #airforcecrash #bangladeshnews #breakingnews cover Topic -
উত্তরা বিমান দুর্ঘটনা,
মাইলস্টোন স্কুল দুর্ঘটনা,
এফ-৭ বিজিআই বিমান বিধ্বস্ত,
Dhaka Plane Crash 2025,
Bangladesh Air Force Crash,
উত্তরা খবর,
বিমান বাহিনী দুর্ঘটনা,
Milestone School Tragedy,
বাংলাদেশ খবর,
Uttara Plane Crash,
দিয়াবাড়ি খবর,
Bangla News,
শোকাবহ ঘটনা,
Dhaka Emergency News,
Tragedy in Bangladesh,
#dhakaplanecrash #milestoneschool #airforcecrash #f7bgicrash #uttaraplanecrash #bangladeshnews #breakingnews #বিমানদুর্ঘটনা #উত্তরাখবর #মাইলস্টোনস্কুল #বিমানবাহিনী #bangladeshtragedy #dhakanews #বাংলাদেশনিউজ #banglanews

পুলক শেখ

0

1

16,050

⁣গতকাল সাবেক প্রধান বিচারপতি জনাব খাইরুল হক সাহেবের মামলার শুনানির এক পর্যায়ে রাষ্ট্রপক্ষের ডিএজি এডভোকেট রাসেল কোর্টকে ধমকের সুরে জানান— “আজ শুনানি হবে না, এক সপ্তাহ পরে করতে হবে।”

এ সময় খায়রুল হক সাহেবের পক্ষের আইনজীবীগণ— কামরুল হক সিদ্দিকী, মহসিনুর রহমান, জেড আই খান পান্না, এম কে রহমান, মনসুরুল হক চৌধুরী, মঞ্জিল মোর্শেদ প্রমুখ আপত্তি জানিয়ে বলেন— “আপনি কোর্টকে ডিকটেট করতে পারেন না, আপনার সাবমিশন দিতে পারেন।”

ঠিক তখনই এজি জসিম, ইব্রাহিম খলিল, উজ্জ্বলসহ কয়েকজন বেঞ্চ থেকে লাফিয়ে উঠে বিচারপতির সামনেই আইনজীবীদের ওপর চড়াও হন। শুরু হয় ধাক্কাধাক্কি ও হেনস্তা, এমনকি আইনজীবী বেলায়েত হোসেনকে মারধোর পর্যন্ত করা হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, বিচারপতি বাধ্য হয়ে শুনানির তারিখ পিছিয়ে পরবর্তী রবিবার ধার্য করেন।

এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়— রাষ্ট্রপক্ষ আগে থেকেই কিছু “আইনজীবী” নামধারী মব সন্ত্রাসী নিয়োগ দিয়েছে, যাদের ভয়ে সাধারণ আইনজীবী থেকে শুরু করে বিচারপতিরাও হামলা ও হেনস্তার শঙ্কায় থাকেন। ইতিপূর্বে বিচারপতিকে ডিম নিক্ষেপ ও এজলাস ভাঙচুর-এর ঘটনাও ঘটেছে। এখন তো প্রকাশ্য আদালতে সিনিয়র আইনজীবীরাও নিরাপদ নন।

বর্তমানে বিচারালয়ে বিএনপির এই অসভ্য আচরণই বলে দেয় কেন এদেরকে এতদিন কড়া শাসনে রেখেছিলেন শেখ হাসিনা!
এস.এম হাসিবুল হাসান হাদী
আই নিউজ বিডি

HasanHadi

0

0

5

TikToker

Saiful Islam

0

1

5

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার দাঁতমারা বাজারে বিশাল গরু বাজারের ভিডিও ফুটেজ।

Azizur Rahman

0

0

13

⁣চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উত্তর রাঙ্গামাটিয়া আদর্শ গ্রাম এলাকার আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর থেকে মো. মনছুর বৈদ্য (৫২) নামের এক ব্যক্তির গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটে শুক্রবার (৮ আগস্ট) দুপুরে।

নিহত মনছুর বৈদ্য হারুয়ালছড়ি ইউনিয়নের বেতুয়ারখীল এলাকার মৃত শফিউল আলমের ছেলে।
জানা যায়, তিনি আশ্রয়ণ প্রকল্পের ঘরে একা বসবাস করতেন, তবে তার পরিবার থাকতো আলাদা।
সকালবেলা ঘরের ভেতরে মনছুরের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আইনগত প্রক্রিয়া শুরু করে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এখনও পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ স্পষ্ট নয়, তদন্ত চলছে।

স্থানীয়দের মাঝে আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে এই নির্মম ঘটনায়।
আর কত প্রাণ ঝরবে এভাবে?"**

Md. Joy

0

0

11

⁣রাতের ঢাকা শহর

Akm Kaysarul Alam

0

1

16