একজন স্বৈরশাসকের বিদায় শুধু শুরু—তার দালালদেরও বিদায় নিশ্চিত। শেখ হাসিনা আজ পালিয়েছে, মাথা নিচু করে, নিজেরই পাপের ভার নিয়ে। আর যারা তার ছাত্রদলের নাম দিয়ে মানুষ পেটায়, ক্যাম্পাস দখল করে, তাদেরও পালানোর সময় ঘনিয়ে এসেছে। ইতিহাস কাউকে ক্ষমা করে না।
বাট্টাজোর জিন্না বাজার ব্রাইট স্কুলের কার্যক্রম বন্ধের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্কুলের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকরা। বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী অফিসারের অপসারণ দাবি করেন। তাদের দাবি ব্রাইড স্কুল বন্ধ হলে সকল কেজি স্কুল বন্ধ করতে হবে। এমন বৈষম্য মানি না মানবো না বলে স্লোগান দেন তারা।