সবাই জানত স্ট্রোক করে মারা গেছে বাবা কিন্তু এখন জানা গেল ছেলে ঘুমের ওষুধ খাওয়াইয়া মে*রে ফেলেছে... ঘটনাটি ঘটেছে ঘাটাইল উপজেলার ধলা পাড়া ইউনিয়নে। ছেলেটি এখন পুলিশ হেফাজতে।
খেটে খাওয়া মানুষ এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে যে প্রত্যাশা করেছিল, গত নয় মাসে তার কিছুই পূরণ হয়নি চোখে, পড়েনি কোন উল্লেখযোগ্য পরিবর্তন। তাই এখন মানুষ চাচ্ছে একটি সুস্থ নির্বাচন।