রাঙ্গামাটির বঘাইছড়িতে পাহাড়িদের বর্ষবিদায় ও নতুন বর্ষবরণের উৎসব চলছে। ফুল বিঝু উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও ফুল ভাসানো উৎসবে বাঘাইছড়ির কাচালং নদীর তীরে ভিড় জমেছে পাহাড়িদের।
ভিপি নুর সাফ জানিয়ে দিয়েছেন—গণঅধিকার পরিষদের নামে কেউ যদি চাঁদাবাজি করে, লুটপাটে নামে, তবে তার বিচার করবে জনগণ নিজেই। দরকার হলে বেঁধে রাখবেন, রেহাই নেই।