লাইক দিন পয়েন্ট জিতুন!
Celana pendek Membuat
🛑 পাবনা মানসিক হাসপাতাল এলাকায় ৯ দালাল আটক
পাবনা, ২৯ জুন ২০২৫:
আজ রবিবার (২৯ জুন ২০২৫) সকাল ৮টা ৩০ মিনিট থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত পাবনা মানসিক হাসপাতাল এলাকা থেকে ৯ জন দালালকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), পাবনা।
গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এনএসআই পাবনা জেলা শাখা এ অভিযান পরিচালনা করে। অভিযানে ধৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মানসিক হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনদের হয়রানি ও প্রতারণা করে আসছিল বলে অভিযোগ রয়েছে।
এনএসআই সূত্র জানিয়েছে, এসব দালাল নানা কৌশলে রোগীদের কাছ থেকে টাকা আদায় করত এবং চিকিৎসা সেবার নামে বিভ্রান্ত করত।
আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডাকসুর সাবেক ভিপি ও বাংলাদেশ গণ অধিকার পরিষদের শীর্ষ নেতা নূরুল হক নূর বলেছেন, “আমরা ভয় বা ক্ষমতার রাজনীতি নয়, বরং আশা, প্রত্যাশা আর ভালোবাসার ভিত্তিতে আগামীর সরকার গঠন করতে চাই।” তিনি বিশ্বাস করেন, জনগণের ভালোবাসা ও আস্থাই দেশের প্রকৃত পরিবর্তনের শক্তি। নূরুল হক নূর আরও বলেন, গণ অধিকার পরিষদ গণমানুষের অধিকার, ন্যায়বিচার ও সামাজিক সমতার রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করছে — যেখানে প্রতিটি নাগরিকের মতামতই হবে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি।
মির্জা মোস্তফার উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও সদকা
.
#sirajganj | #khaledazia | #mirzamostofa
Video ini sedang diproses, harap kembali dalam beberapa menit




