ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
Шорты создать
🌺🌿অপুর্ব সৌন্দর্য সবসময় আমাদের মনকে মুগ্ধ করে। প্রকৃতির রঙ, নদী, আকাশ ও পরিবেশের মাঝে লুকিয়ে আছে এক অনন্য দৃশ্যপট। এই ভিডিও/কনটেন্টে আপনি পাবেন সেই অপুর্ব সৌন্দর্যের ঝলক, যা মনকে করবে প্রশান্ত ও আনন্দময়।
🌿 Nature has its own hidden beauty that always mesmerizes us. The colors of nature, rivers, sky, and environment together create a heavenly scene. In this content, you will experience the glimpse of that unique beauty which will bring peace and joy to your soul. ✨
গলাচিপায় র্যাব-৮ এর অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ
বিবরণ:
পটুয়াখালীর গলাচিপায় র্যাব-৮, সিপিসি-১ এর অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে।
আজ (৬ অক্টোবর ২০২৫) স্কোয়াড্রন লিডার রাশেদের নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদর রোডের গোপাল স্টোর ও নুপুর স্টোরে অভিযান পরিচালনা করে।
অভিযানে গোপাল স্টোর থেকে প্রায় ১ টন এবং নুপুর স্টোর থেকে ২৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই দোকান মালিককে যথাক্রমে ১৫ হাজার ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
র্যাব জানায়, পরিবেশের জন্য ক্ষতিকর এসব পলিথিন রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
স্কোয়াড্রন লিডার রাশেদ
কোম্পানি অধিনায়ক
র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী





