close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

Шорты создать

⁣মুসিয়ালা ভয়ংকর ইনজুরি! কত মাস থাকতে হতে পারে মাঠের বাইরে! | Jamal Musiala Injury Update

বায়ার্ন মিউনিখ ও জার্মান ফুটবলের জন্য এক বিশাল দুঃসংবাদ—জামাল মুসিয়ালা গুরুতর চোট পেয়ে প্রায় ১ বছর মাঠের বাইরে থাকছেন।
২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে, মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে পিএসজির বিপক্ষে খেলার সময়, গোলরক্ষক দোন্নারুম্মার সঙ্গে সংঘর্ষে মুসিয়ালার বাঁ পায়ের ফিবুলা হাড় ভেঙে যায় এবং লিগামেন্ট ছিঁড়ে যায়।
২২ বছর বয়সী এই মিডফিল্ডার মাত্র ইনজুরি কাটিয়ে ফিরেছিলেন, কিন্তু আবারও তাকে পড়তে হলো বড় ধাক্কায়।
বায়ার্ন মিউনিখ ম্যাচটি ২-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে, আর কোচ কোম্পানি ও স্পোর্টিং ডিরেক্টর ফ্রয়েন্ড জানান—মুসিয়ালাকে দীর্ঘদিন পাচ্ছে না ক্লাব।
মুসিয়ালার ইনজুরি কেবল ক্লাবের নয়, জার্মান জাতীয় দলের পরিকল্পনাতেও বড় প্রভাব ফেলবে।
ভিডিওটি পুরো দেখুন এবং জানুন মুসিয়ালার ইনজুরির সবশেষ আপডেট এবং ভবিষ্যৎ সম্ভাবনা।

📅 ইভেন্ট তারিখ: ৬ জুলাই ২০২৫
🏟 ম্যাচ: Bayern Munich vs PSG – FIFA Club World Cup 2025
📍 স্থান: Mercedes-Benz Stadium, Atlanta, USA

🔔 চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন ফুটবলের সব হট আপডেট পেতে!

Cover Topic -
মুসিয়ালা ইনজুরি, Jamal Musiala Injury, Bayern Munich Injury News, Bayern vs PSG 2025, FIFA Club World Cup 2025, Musiala Broken Ankle, Musiala Fibula Injury, Musiala Out for Season, Musiala Comeback, PSG vs Bayern Highlights, Musiala Career Threat,
#musiala #musialainjury #bayernmunich #psg #clubworldcup2025 #footballnews #jamalmusiala #musialaupdate #musialacomeback #musialaout #fifaclubworldcup

পুলক শেখ

0

0

0

⁣যশোর অভয়নগরের সুন্দলি ইউনিয়নের মশিহাটে গ্রামে বিএনপি'র কৃষক দল নেতা হত্যার ঘটনা কে কেন্দ্র কর
⁣ভুক্তভোগীর স্বামী বিষ্ণুপদ বিশ্বাস একজন প্যারালাইজড রোগী এবং তাঁর দুই(২) সন্তান, ছোট ছেলেটি প্রথম শ্রেণীতে অধ্যয়নরত আর এক মেয়ে সে যশোর একটি কলেজে বাংলা বিভাগে (২২-২৩) ২য় বর্ষে অধ্যয়নরত।

সুভাষ মজুমদার

0

0

297

ঘূর্ণিঝড় শক্তি ভয়াবহ তাণ্ডব শেষ হলেও নদী এখনো উত্তাল হয়ে আছে নোয়াখালী মেঘনা নদী হাতিয়া টু চেয়ারম্যান ঘাট রুটে যাত্রীবাহী নৌকা এবং সি ট্রাক এখনো চলাচল এর উপযোগী হয়ে উঠে নি।

Fakhrul Islam

0

0

4





‎কুতুবদিয়া প্রতিনিধি:





‎রবিবার (৬জুলাই) বিকেলে কুতুবদিয়া বড়ঘোপ সমুদ্র সৈকতে কুতুবদিয়া ও মহেশখালী উপজেলার মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।


‎এতে কুতুবদিয়া উপজেলা দল ২-১ গোলে জয়লাভ করেছে। খেলার শুরুতে মহেশখালী উপজেলা ১ -০ গোলে এগিয়ে থেকে পরে ২-১ গোলে হেরে যায়। মাঠে দর্শক ছিল কানায় কানায় পূর্ণ। এদিন উভয় দল বৃষ্টিস্নাত এক মনোমুগ্ধকর খেলা উপহার দেয় দর্শকদের।

Nazrul Islam

0

0

2

⁣তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীদের ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ


ফিলিস্তিনের উপর হামলার প্রতিবাদে গত ১৬ এপ্রিল তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)-এর উদ্যোগে টঙ্গীর এরশাদ নগরে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসার প্রধান ফটক থেকে শুরু হওয়া মিছিলটি এরশাদ নগরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এশিয়া পাম্পের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এই প্রতিবাদ মিছিলে তা’মীরুল মিল্লাতের প্রায় আট হাজার শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

মিছিলে অংশগ্রহণকারীরা "ফিলিস্তিন জিন্দাবাদ", "তুমি কে আমি কে - আজাদী" ইত্যাদি স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলে। এছাড়াও, শিক্ষার্থীরা ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানায়।

সমাবেশে তুরাগ শিল্পীগোষ্ঠীর সদস্যরা একটি প্রতিবাদী পথনাটক পরিবেশন করে। নাটকের মাধ্যমে তারা ফিলিস্তিনের প্রতিবেশী দেশ তথা মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর প্রতি ফিলিস্তিনিদের মানবাধিকার রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানায়।

তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)-এর সভাপতি ইকবাল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক ইসহাক আলী। এছাড়াও, টাকসুর বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টাকসুর সাধারণ সম্পাদক ইকবাল কবির।

সমাবেশে বক্তারা ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন এবং সকল মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একইসাথে, তারা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি ফিলিস্তিনের মানুষের জীবন ও মর্যাদা রক্ষায় তাদের দায়িত্ব পালনের আহ্বান জানান।

Sabbir Hossain

0

0

12

⁣যেখানে ৫ই আগষ্ট আ.লীগের কবর রচিত হয়েছে সেখানে তাকে নিষিদ্ধ করার কি আছে- ইশরাক।
⁣শুক্রবার (২১ মার্চ) ভোলা সদর উপজেলা বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দেশের মানুষের কল্যাণে দোয়া এবং ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে ইশরাক এ কথা বলেন।

Aminul Islam

0

0

26