কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
ショーツ 作成
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের ২নং ওয়ার্ড তথা মৌজা শাখাতীর বাসিন্দা মোহাম্মদ আলী অভিযোগ তুলেছে যে, ভূমি দস্যু রওশন বাহিনী প্রতিনিয়ত জবর দখল সহ প্রান নাশের হুমকি দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আইনশৃঙ্খলা রক্ষার্থে মোহাম্মদ আলী লালমনিরহাট জেলা জজ কোটে মামলা নং এমআর ৩৬৯/২৫(কালী), অজেম্যাজি-আ/৯৫৬/২৫ তাং /৯/২৫ইং দায়ের করেন। দায়েরকৃত মামলায় ১৪৪/১৪৫ ধারা জারী থাকলেও পুলিশি কোন সহায়তা পাননি বলে জানান তিনি। অদ্য ২৩ইং সেপ্টেম্বর ২০২৫ইং তারিখ সকাল ৯.০০ ঘটিকায় রওশন বাহিনী দেশীয় অস্ত্র/লাঠিশোঠা নিয়ে এসে আমাদের উপর আক্রমন করিলে আমরা কালীগঞ্জ থানায় অবগত করি থানা থেকে কোন সারা পায়নি আমরা। অতঃপর আমাদের পিটিয়ে গুরতর যখম করে ট্রাকক্টর দিয়ে মাটি/বালু উত্তলন করে নিয়ে যায়। ইতঃপূর্বে ভেকু দিয়ে মাটি উত্তলনের চেষ্টা করলে আমরা উপজেলা ভূমি কর্মকর্তা বরাবর লেখিত অভিযোগ করিলে ভেকু সরিয়ে নিয়ে যায়। আজ তা আবার পুনরাবৃত্তি ঘটেছে। ইউনিয়ন ভূমি অফিস থেকে বাধা দিয়ে গেলেও সন্ত্রাস বাহিনী মাটি/বালু উত্তলন করে ট্রাকক্টর দিয়ে নিয়ে যায় আমরা বাধা দিলে আমাদের বাড়ীতে এসে আক্রমন চালায়।
দেশের প্রধান চারটি অঞ্চল—চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং ঢাকা—বর্তমানে ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে (High Earthquake Risk) রয়েছে। সম্প্রতি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (Fire Service and Civil Defence Bangladesh) এই জরুরি সতর্কবার্তা জারি করেছে, যা বাংলাদেশের ভূ-প্রাকৃতিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মতে, দেশের ভূ-ত্বকীয় গঠন, সক্রিয় ফল্ট লাইন (Fault Lines) এবং পার্শ্ববর্তী অঞ্চলের ভূমিকম্পের দীর্ঘ ইতিহাস বিশ্লেষণ করে দেখা গেছে, যেকোনো সময় ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প (7+ Magnitude Earthquake) আঘাত হানার সম্ভাবনা রয়েছে। এই মাত্রার ভূমিকম্প ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটাতে পারে।
https://ekhon.tv/lifestyle/692....17e2706389fa7b7908d6
সেন্টমার্টিনে কেন রাতে থাকা যাবে না সেই বিষয়ে বললেন পরিবেশ উপদেষ্ঠা রেজোয়ানা ।
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন যে সেন্টমার্টিনে রাতের বেলা থাকা যাবে না কারণ সেখানে অনিয়ন্ত্রিত পর্যটকের যাতায়াত, অপরিকল্পিত স্থাপনা নির্মাণ, দূষণ এবং অসচেতন আচরণের কারণে দ্বীপের প্রতিবেশ ও জীব-বৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রবাল ধ্বংস হচ্ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, যা দ্বীপের দীর্ঘমেয়াদী অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ।




