কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
Shorts Lumikha


নেত্রকোনায় আন্তঃনগর ট্রেনে জনতার হাতে এক অপহরণকারী আটক
নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার মোহনগঞ্জ স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন থেকে বৃহস্পতিবার রাত ১১ টার দিকে একটি ছেলেকে অপহরণকারীর হাত থেকে
উদ্ধার করা করেছে ট্রেনে থাকা যাত্রীরা।
অপহৃত ছেলেটির নাম আলী উসমান।সে জেলার মোহনগঞ্জ উপজেলার নগর গ্ৰামের দুদু মিয়ার ছেলে।
অপরদিকে অপহরণকারী জেলার মোহনগঞ্জ উপজেলার মাঘান এলাকার বাসিন্দা ছানোয়ার হোসেন।
তাকে ট্রেনের যাত্রীরা পুলিশে দেয়ার প্রক্রিয়া চলছে।
যশোর সদর উপজেলার রূপদিয়া শেখপাড়া গ্রামে সুরাইয়া আক্তার স্মৃতি (১৮) নামের এক তরুণী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তিনি মিলন শেখ (মিলন ড্রাইভার) এর ছোট মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার (২ আগস্ট) প্রতিদিনের ন্যায় রাতে খাবার শেষে "স্মৃতি" তার মায়ের সঙ্গে নিজের ঘরে ঘুমাতে যান। ঘন্টা খানেক পরে মাকে নিজ ঘরে গিয়ে ঘুমানোর অনুরোধ করেন "স্মৃতি"। এরপর রাত আনুমানিক ১২টার দিকে তার মা ঘরে উঁকি দিয়ে দেখতে পান সে তখনও মোবাইল দেখছে। এরপর তিনি তার কক্ষে যেয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু পরদিন ভোরে স্মৃতির মোবাইল ফোনে দীর্ঘক্ষণ ধরে এলার্ম বাজলে মায়ের ঘুম ভেঙ্গে স্মৃতিকে ডাকাডাকি শুরু করেন। দীর্ঘসময় ধরে সাড়া না মেলায় সন্দেহ হয়। প্রতিবেশীদের সহায়তায় ঘরের দরজা ভেঙে তারা দেখেন, স্মৃতি আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন। জানা যায়, প্রায় দুই বছর আগে স্মৃতির বিয়ে হয় যশোর শহরের শংকরপুর চোপদারপাড়ার বাসিন্দা আহাদ আলীর সঙ্গে। কিন্তু সম্প্রতি আহাদ দ্বিতীয় বিয়ে করলে স্মৃতি বাবার বাড়িতে চলে আসেন এবং মানসিক অশান্তিতে ভুগছিলেন বলে পরিবার জানায়। রবিবার (৩ আগস্ট) বিকেল ৫টার দিকে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।


Pinoproseso ang video na ito, mangyaring bumalik sa loob ng ilang minuto