লালমনিরহাটের বত্রিশ হাজারি এলাকায় (বিয়াই ও বিয়ানি) জনগন আটক করেছে গত ১২ মার্চ ২০২৫ ইং তারিখে। এ নিয়ে এলাকায় বিভ্রান্তিতে পড়েছে সাধারন জনগন। অনেকেই আবার মন্তব্য করে বসেছেন যে কার উপর বিশ্বাস করবো নিজেই নিজের উপর আস্থা হাড়িয়ে ফেলেছি। আবার কেউ বলছেন নিজের আত্মিয় স্বজনের উপর আস্থা হাড়িয়ে ফেললে একঘড়য়া হয়ে পড়বে সবাই। এর একটা দৃষ্টান্ত মুলক শাস্তি হওয়া জরুরী।
13
0
1
38
কালীগঞ্জ উপজেলার ব্যাঙের হাটে জামিরবাড়ী জামে মসজিদে সমাজবাসাীর সাথে দোয়া ও ইফতার মাহফিলে। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের তথা লালমনিরহাটের কৃতি সন্তান জনাব, ড. রোকনুজ্জামান রোকন, গবেষক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ও সাংগঠনিক সম্পাদক জিয়া পরিষদ রংপুর বিভাগ। তিনি রমজান মাসের ফজিলত নিয়ে ব্যাপক আলোচনা করে গরীব মেহনতি মানুষের পাশে দাড়েতে আহবান করেন উপস্থিত সকলকে। ভোটমারী ইউনিয়নের বিএনপির সকল নেতাকর্মীদের সংঙ্গবদ্ধ ভাবে মিলেমিশে দলীয় কাজ করার আহবান জানান।
9
0
0
1,259
কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের বৈরাতী, আমিনগঞ্জ, কানারবাজার ও কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর এলাকার জনগণের দুঃখ লাঘবে বৈরাতীতে নির্মাণাধীন বাঁধের ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ৫০০ জিও ব্যাগ প্রদান করা হয়। উক্ত জিও ব্যাগের সঠিক ব্যবস্থাপনা পরিদর্শনে উপস্থিত ছিলেন লালমনিরহাট-২ (কালিগঞ্জ- আদিতমারী) আসনের কৃষক, শ্রমিক, ব্যবসায়ী ও ছাত্র-জনতার বাস্তব আশা-আকাঙ্খার স্বপ্ন পূরণের এক নিবেদিত উজ্জ্বল নক্ষত্র, জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. মো: রোকনুজ্জামান B.Sc AH, MS (BAU); PhD (RU)