شارٹس بنانا

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্ত দিয়ে
অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে একই পরিবারের ৫ সদস্য কে ফেরত পাঠালেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা । বাংলাদেশি নাগরিকদের বুধবার দুপুরে কয়া সীমান্তের ২৭১/৫৪ পিলার এলাকায় বিজিবির হাতে তুলে দেন বিএসএফ।
দেশে ফেরত আসা ব্যাক্তিরা হলেন, খুলনা সদর উপজেলার দক্ষিণ টুটপাড়া গ্রামের পরান মোড়লের ছেলে মুরাদ মোড়ল, মুরাদের স্ত্রী সাগরিকা বেগম মুরাদের ২'ছেলে রমজান মোড়ল ও মোঃ মুসকান মোড়ল এবং মেয়ে মোছাঃ আমেনা মোড়ল।
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর লেফটেন্যান্ট কর্নেল মোঃ আরিফুর দৌলা জানান, গত ১২ আগস্ট রাতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর কয়া বিওপির বিপরীতে ভারতের বালুপাড়া এলাকায় সীমান্ত পিলার ২৮২/৪৩-এস থেকে প্রায় ৮শ গজ ভেতরে ওই ৫ জনকে আটক করে বিএসএফ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ২০২০ সালে ভারতের কেরালা রাজ্যের এন্নাকুলাম নামক স্থানে একটি ভাংগাড়ি দোকানে দিন মজুরের কাজ করতে গিয়েছিলেন। সম্প্রতি দেশে ফেরার পথে বিএসএফ তাদের আটক করে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ময়নুল ইসলাম জানান, বিজিবি ৫'জন শিশু নারী পুরুষ থানায় জমা দিয়েছে। জিজ্ঞাসাবাদে তারা জানায়, ভারতে চিকিৎসা শেষে দেশে আসার সময় বিএসএফ তাদের আটক করে বিজিবির হাতে তুলে দেয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট তাদেরকে হস্তান্তর করা হবে।

নোয়াখালীতে মর্মান্তিক দুর্ঘটনা: মাইক্রোবাস খালে পড়ে ৭ জনের মৃত্যু | Noakhali Accident | বেগমগঞ্জ
আজ, ৬ আগস্ট ২০২৫, ভোর সাড়ে ৫টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পূর্ব চন্দ্রগঞ্জের জগদিশপুরে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে একই পরিবারের ৭ জন নিহত হয়েছেন। তারা ঢাকা বিমানবন্দর থেকে ওমান প্রবাসী এক আত্মীয়কে বরণ করতে গিয়েছিলেন। এই tragic accident-এর বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি দেখুন। আমরা সকলের আত্মার শান্তি কামনা করছি। Stay updated with the latest news! সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।
Keywords: নোয়াখালী দুর্ঘটনা, মাইক্রোবাস খালে পড়া, বেগমগঞ্জ, চন্দ্রগঞ্জ, Noakhali accident, tragic incident, Bangladesh news,
#নোয়াখালী_দুর্ঘটনা #বেগমগঞ্জ #মাইক্রোবাস_দুর্ঘটনা #noakhaliaccident #bangladeshnews #tragicincident #চন্দ্রগঞ্জ #latestnews #roadaccident

এটাকে চিনেন নাকি #reelsfbシ #fb #fbreels2025