close

লাইক দিন পয়েন্ট জিতুন!

شلوار کوتاه ایجاد کردن

চাকুরী জাতীয়করন বেতন বৃদ্ধি এবং ঠিকাদারি প্রথা বাতিল এবং আগের নিয়মে পৌর কর্তৃপক্ষের অধিনে কাজ করাসহ বিভিন্ন দাবিতে আজ ১লা মে দিনাজপুর শহরে বিক্ষোভ মিছিল শেষে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন এবং কর্মবিরতি পালন করেছে ⁣পৌরসভার শতাধিক পরিচ্ছন্নকর্মী।

Salahuddin Ahmed

0

1

13

⁣⁣মাত্র ১৮ বছর বয়স—জীবনের শুরু, স্বপ্ন গড়ার সময়। অথচ এ বয়সেই এক তরুণ এমন এক নির্মম সিদ্ধান্ত নিল, যা ভাবলেও হৃদয় কেঁপে ওঠে। আত্ম*হত্যা—এটা কোনো সমাধান নয়, বরং এক চরম পরিণতি। কিন্তু কী এমন কষ্ট ছিল তার জীবনে, যা তাকে এত বড় এক নিকৃষ্ট পথ বেছে নিতে বাধ্য করলো?

ছেলেটির বাবা নেই। পরিবারে ছিল শুধু মা ও এক বোন। সংসারের বড় সন্তান হিসেবে হয়তো দায়িত্বের ভারটাই বেশি অনুভব করতো। কে জানে—কোনো চাপ, অপমান, হতাশা বা অভাব তাকে ভিতর থেকে এমনভাবে ভেঙে দিয়েছে, যার বোঝা সে আর বহন করতে পারেনি।

সে নিজের জীবনটা শেষ করে দিলো ঠিকই—কিন্তু পেছনে রেখে গেলো এক অসহায় মা, যার বুকটা আজ ফেটে চৌচির, আর এক ছোট বোন, যার ভরসার একমাত্র মানুষটাকেও কেড়ে নিলো এই নিষ্ঠুর বাস্তবতা। সে নিজের জীবন দিয়ে নিজের প্রিয়জনদেরও যেন জীবন্ত লাশ বানিয়ে গেলো।

জানি না, কী সেই অজানা কষ্ট, কিন্তু এটুকু জানি—কাউকে হারানোর ব্যথা সারা জীবনের জন্য রয়ে যায়। জীবন যতই কঠিন হোক, বেঁচে থাকার লড়াইটাই সবচেয়ে বড় সাহস। কেউ যদি আগে পাশে দাঁাতাতো, একটু বোঝাতো—হয়তো আজ গল্পটা অন্যরকম হতো।

Farhad Ahmad

0

1

15

Doctor Sabrina

আই নিউজ বিডি ডেস্ক

0

1

43

⁣পাটুরিয়া ফেরি ঘাট

Akm Kaysarul Alam

0

0

15