close

লাইক দিন পয়েন্ট জিতুন!

Kurze Hose Erstellen

⁣হাসনাত ⁣বললেন ⁣বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদিকা রুমিন ফারহানাকে নিয়ে

Mahamud Mithu

0

0

3

বাঘাইছড়িতে ভয়াবহ আগুন

Nomainul Islam

0

1

12

⁣স্বেচ্ছাসেবকদের তীব্র প্রতিবাদে হাসপাতাল ত্যাগ করতে বাধ্য হয়েছেন ছাত্রদল ও বিএনপির নেতা | Milestone

ভিডিওতে নামটি ভুল হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। সংশোধন করে নামটি হবে “শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি”। এই ভুলের জন্য আমরা ক্ষমাপ্রার্থী এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকব। আপনাদের সমর্থন ও বোঝাপড়ার জন্য ধন্যবাদ।

হাসপাতালে ছাত্রদল-বিএনপি নেতাদের বিতর্কিত ঘটনা! রাকিবুল ইসলাম রাকিব, রুহুল কবির রিজভী ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি স্বেচ্ছাসেবকদের প্রতিবাদের মুখে হাসপাতাল ছাড়তে বাধ্য। এই Breaking News-এর বিস্তারিত জানতে পোস্টটি শেয়ার করুন। #bnpnews #chhatradal #politicalcontroversy

Dhaka Plane Crash 2025,
Bangladesh Air Force Crash,
উত্তরা খবর,
বিমান বাহিনী দুর্ঘটনা,
Milestone School Tragedy,
বাংলাদেশ খবর,
Uttara Plane Crash,
দিয়াবাড়ি খবর,
Bangla News,
শোকাবহ ঘটনা,
ছাত্রদল,
বিএনপি,
হাসপাতাল ঘটনা,

পুলক শেখ

0

0

990

মজা করার একটা লিমিট থাকে

Md Saem Afridi

0

0

9

⁣ট্রেনে উপচেপড়া ভীড়

Akm Kaysarul Alam

0

0

15

⁣মতলব উত্তরে বরোপিট দখল করতে এসে
বাড়ি ঘরে হামলা ও লুটপাটের অভিযোগ

শহিদুল ইসলাম খোকন :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের বরোপিট (ফিসারী) দখল করতে এসে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার ৫ এপ্রিল দুপুরে উপজেলার গজরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

ঘটনা সূত্রে জানা যায়, কৃষ্ণপুর গ্রামের পশ্চিম পাড়া প্রধান বাড়ি সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের একটি বরোপিট আছে, যা এলাকার ৩০ জন লোক মিলে একটি সমিতি ঘটনা করে, ২০ বছর আগে পানি উন্নয়ন বোর্ড থেকে লিজ নিয়ে মাছ চাষ করতো।
২০০৯ সালে ঐ লিজের মেয়াদ শেষ হয়ে গেলে গনি প্রধান জোর করে সে একাই বরোপিট ভোগ করতো। কিন্তু ৫ আগষ্টেরপর আবার সবাই মিলে ঐ ৩০ পরিবার ভোগ করতে চাইলে গনি প্রধান তাতে রাজি হয়নি। এই নিয়ে গত ৭ মার্চ তাদের মধ্যে সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা মিলে ঐ ৩০ পরিবারকে ভোগ করার সিদ্ধান্ত দেয়। গনি প্রধান স্থানীয়দের কথা অমান্য করে জোর করে আবার দখল, হামলা ও লুটপাট করে।
এ বিষয়ে ভুক্তভোগী আলী আরশাদের ছেলে আনিছ প্রধান বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল শনিবার দুপুরে গনি প্রধান ও মামুন মনিরের হুকুমে,গনির ছেলে ছেলে রাহাত, জাহিদ, উত্তর লুধুয়ার আকাশ ও জিহাদ সহ আরো অজ্ঞাতনামা ১৫/২০ জন মিলে বরোপিটের সাইনবোর্ড ভেঙ্গে এবং আরশাদ আলীর ঘরে হামলা, ভাংচুর, মোবাইল, স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটপাট করে।

আলী আরশাদের স্ত্রী জয়নব বেগম, তার ছেলে আনিছ ও মাহফুজ বলেন, গণি প্রধানের নির্দেশে তার দুই ছেলে রাহাত, জাহিদ, গজরার মামুন মনির ও উত্তর লুধুয়া থেকে লোক ভাড়া করে এনে আমাদের বাড়িতে সন্ত্রাসী হামলা করে। ঘরের সমস্ত আসবাবপত্র ভেঙে ফেলে এবং ঘরে থাকা নগদ ২ লাখ টাকা ও স্বর্ণালংকার ও মোবাইল নিয়ে যায়। ককটেল বোমা নিয়ে এসে আমাদেরকে মেরে ফেলার হুমকি দেয় এবং দুই বৃদ্ধ মহিলাকে মারধর করেছে।

এ বিষয়ে গনি প্রধান বলেন, হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেনি। পূর্বে আমি লিজ এনেছিলাম। বর্তমানে লিজ দেওয়া বন্ধ থাকায় নতুন করে লিজ আনতে পাড়িনি।

এ ঘটনার পর মতলব উত্তর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ShahidulIslamkhokan

0

0

16