বগুড়া জেলার সদরে অবস্হিত সাতমাথায় আজ লক্ষ লক্ষ মুসলিমের আগমনে ফিলিস্তিনের গাজায় সংঘটিত ইসরাইলীয় হত্যাকান্ডের প্রতিবাদে সাধরন মানুষ মিছিল করে,এবং সকল ইসরাইলের পন্য বয়কট করার আহ্বান জানায়।
পাবনার সুজানগরের মোবাইলে কথা বলাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া অন্তত ১৫ জন আহতের খবর পাওয়া গেছে।
5
0
1
769
বড়াইগ্রামে এই প্রথম ভাইরাল আলুর রোল বা আলুর টর্নেডো
2
0
0
9
নগরের প্রতিটি ব্যস্ত সড়কে এখন যেন গণপরিবহনের দখলদারি যুদ্ধ। কোথাও রুটে না থেকেও বাস দাঁড়িয়ে যাত্রী তুলছে, আবার কোথাও বাসগুলো রীতিমতো রেসে নামা প্রতিযোগীর মতো চলছে—ফলে সৃষ্টি হচ্ছে দুর্ঘটনা, ভোগান্তি ও ভয়াবহ যানজট।