close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

Celana pendek Membuat

⁣বাঙালি জাতির ঐতিহ্য, স্মৃতিচারণ, বাঙালির কালচার কে আঁকড়ে ধরে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে ১৪৩২ পহেলা বৈশাখে সবাইকে জানাই আবারো নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ।

Rahmatullah Ashik

0

0

480

⁣ডাকসুর সাবেক ভিপি ও বাংলাদেশ গণ অধিকার পরিষদের শীর্ষ নেতা নূরুল হক নূর বলেছেন, “আমরা ভয় বা ক্ষমতার রাজনীতি নয়, বরং আশা, প্রত্যাশা আর ভালোবাসার ভিত্তিতে আগামীর সরকার গঠন করতে চাই।” তিনি বিশ্বাস করেন, জনগণের ভালোবাসা ও আস্থাই দেশের প্রকৃত পরিবর্তনের শক্তি। নূরুল হক নূর আরও বলেন, গণ অধিকার পরিষদ গণমানুষের অধিকার, ন্যায়বিচার ও সামাজিক সমতার রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করছে — যেখানে প্রতিটি নাগরিকের মতামতই হবে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি।

Md Hamidul Islam

0

0

3

কচুয়া দিশারী ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসায় ক্ষুদ্র শিক্ষার্থীদের আধুনিক পড়াশোনার পাশাপাশি দেয়া হচ্ছে নূরানী তালিম। নুরানী তালিম দেন হাফেজ মাওলানা ইউনুস হোসেন।

shahadat hossain Munsy

0

0

1

⁣নাগরপুরে দূর্গাপূজা উপলক্ষে সরকার প্রদত্ত চাউল বিক্রির অর্থ বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।
#nagarpur#thana#tangail #nagarpur#tangail

MD SHIPON RANA

0

0

9

⁣যশোরের নরেন্দ্রপুরে জমি নিয়ে বিরোধ, রক্তক্ষয়ী সংঘর্ষ, দা'র-কোপে নারী সহকারী ২।


যশোর সদর দক্ষিণ নরেন্দ্রপুরের মোল্যাপাড়া-আমতলা এলাকায় জমি-জমা সংক্রান্ত স্থানীয় বিরোধিতা জেরে রক্তক্ষয়ী শক্তির প্রচার। ৬ আগস্ট সকাল সংঘটিত এই নারী সহ দুই জন আগামী আগস্টে যখম হয়েছে। অভিযোগ সম্বন্ধে, বিরোধলম্বল অস্ত্রের প্রতিকার প্রতিকতা করেন আবু বাশার মো. এনিয়ে তার ভাই মইনদীন মোল্লার সাথে দীর্ঘ রাত বাকবিতন্ডা হয়। পরদিন সোন্যাল এঁদের বাড়িতে বসাবসির সময় উত্তরেজনা রিপোর্টে বার্তায়। একপর্যায়ে বাশার মোল্লার ছেলে লোকমান মোল্যার বাড়িতে এসে ধারালো দা দিয়ে তার ছোট চাচি মাহফুজা বেগমকে কুপিয়ে জখম করে। স্বর্গ চাচাতো ভাই সোহেল রানা'কেও কোপ তার একটি আঙ্গুল পড়ে যায়। রক্ষকারী সংঘের খবর পেয়ে নরেন্দ্রপুর ফাঁড়ি পুলিশ সদস্যা দ্রুত উত্তর প্রকাশয়। পুলিশ যুদ্ধক লোকমান শার্ও তার বাবা আবুল বাকে ইন্সটিট করেছে। নেতাদের যশোর সদর পরিস্থিতি গঠন করা হয়েছে। পরিস্থিতি এখন, তবে পুলিশ প্রশাসন বলেছে পুলিশ।

রাসেল মাহমুদ

0

0

4,943