কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
Shorts Skapa
#banglanews #banglanewstoday #banglanewsong #banglanewsong2024 #banglanewslive #banglanewsong2023 #banglanewsong2020 #banglanewstv #banglanewshortfilm #banglanewsupdate #banglanewsadsong #banglanewschannel #banglanewshortfilm2021 #banglanewshortfilm2020 #banglanewsong2019 #banglanewsong2022 #banglanewsong2021 #banglanewsong2025 #banglanewsong2018 #rbanglanews #rbanglanewslive #banglanews24
জয়পুরহাটের পাঁচবিবিতে এনএসই এর গোপন তথ্যের ভিত্তিতে অবৈধভাবে মজুদকৃত ১৯০ বস্তা মেয়াদউত্তীর্ণ সার জব্দ করেছে কৃষি বিভাগ। রোববার দুপুরে পাঁচবিবি পৌর সদরের তিনমাথা এলাকায় সবুজ কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী বিষ্ণু পদদাসের গোডাউন থেকে নওগাঁর ধামুইরহাটে পাচারকালে অভিযান চালিয়ে সারগুলো জব্দ করা হয়।পরে জব্দকৃত স্যার থানায় রাখা হয়েছে। এসময় পাঁচবিবি উপজেলা কৃষি অফিসার জসিম উদ্দিন, অতিরিক্ত কৃষি অফিসার মেহেদী হাসান, পুলিশের উপ-পরিদর্শক হেলাল উদ্দিনসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্যাচেলর পয়েন্ট নাটকের বিরুদ্ধে মামলা হওয়ার কারণ হলো, নাটকের কিছু পর্বে অশ্লীলতা, সামাজিক অবক্ষয় ও নৈতিক বিচ্যুতির অভিযোগ আনা হয়েছে। নির্মাতাদের বিরুদ্ধে আইনি নোটিশও পাঠানো হয়েছে।
ব্যাচেলর পয়েন্ট নাটকটি বেশ জনপ্রিয় হলেও, এর সাম্প্রতিক সিজনগুলোতে কিছু দৃশ্য ও সংলাপ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিশেষ করে, কিছু দর্শক ও সমালোচকের মতে, নাটকের কিছু অংশে মাত্রাতিরিক্ত কৌতুক এবং কিছু সংলাপ সমাজের জন্য ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। এই কারণেই নাটকের নির্মাতা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করার জন্য আইনি নোটিশ পাঠানো হয়েছে।





