কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
شارٹس بنانا
"এক শহীদ, এক বৃক্ষ" এই স্লোগানকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি রক্ষায়
১৯ জুলাই ২০২৫ শনিবার সকাল ৯ টায় দিনাজপুর গোড়-এ শহীদ বড় ময়দানে জেলা প্রশাসন ও বন বিভাগ দিনাজপুর এর আয়োজনে নয়টি বৃক্ষের চারা রোপন করেন। এছাড়াও জেলার ১০৩ টি ইউনিয়ন ও নয়টি পৌরসভায় আট লাখ বৃক্ষের চারা রোপন কর্মসূচি উদ্বোধন করেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
অবশেষে গানটি পূর্ণতা পাইলো!
https://ekhon.tv/national-news..../6911b6d3a293882965c
https://ekhon.tv/feature/690f283dbc35ba29c69b553c
https://ekhon.tv/feature/691083b516c781a8ea077bbe
https://ekhon.tv/information-t....echnology/6905eaadaf
https://ekhon.tv/feature/bank/....68f894ea6cd922e68a49
https://ekhon.tv/travel-and-to....urism/68fcd5552182e8
কুষ্টিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করছে এনসিপি, গণ অধিকার পরিষদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
১০ই মে (শনিবার) বিকেলে কুষ্টিয়া জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মজমপুর গোলচত্বর গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিল শেষ হয়।
এ সময় ভার্চুয়ালি উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ গণধিকার পরিষদের সভাপতি ভিপি নূর। আরো উপস্থিত ছিলেন গণধিকার পরিষদ,নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা।
এ সময় বক্তারা বলেন, দল হিসেবে গণহত্যার দায় আওয়ামী লীগের। তাই দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই। অবিলম্বে ফ্যাসিস্ট আওয়ামীলীগকে নিষিদ্ধ করতে হবে। এ দলটিকে নিষিদ্ধ না করা পর্যন্ত জনতা ঘরে ফিরে যাবে না।প্রয়োজনে আরো একবার রক্ত দিব।



