Shorts News Create
"এক শহীদ, এক বৃক্ষ" এই স্লোগানকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি রক্ষায়
১৯ জুলাই ২০২৫ শনিবার সকাল ৯ টায় দিনাজপুর গোড়-এ শহীদ বড় ময়দানে জেলা প্রশাসন ও বন বিভাগ দিনাজপুর এর আয়োজনে নয়টি বৃক্ষের চারা রোপন করেন। এছাড়াও জেলার ১০৩ টি ইউনিয়ন ও নয়টি পৌরসভায় আট লাখ বৃক্ষের চারা রোপন কর্মসূচি উদ্বোধন করেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
🛑 পাবনা মানসিক হাসপাতাল এলাকায় ৯ দালাল আটক
পাবনা, ২৯ জুন ২০২৫:
আজ রবিবার (২৯ জুন ২০২৫) সকাল ৮টা ৩০ মিনিট থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত পাবনা মানসিক হাসপাতাল এলাকা থেকে ৯ জন দালালকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), পাবনা।
গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এনএসআই পাবনা জেলা শাখা এ অভিযান পরিচালনা করে। অভিযানে ধৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মানসিক হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনদের হয়রানি ও প্রতারণা করে আসছিল বলে অভিযোগ রয়েছে।
এনএসআই সূত্র জানিয়েছে, এসব দালাল নানা কৌশলে রোগীদের কাছ থেকে টাকা আদায় করত এবং চিকিৎসা সেবার নামে বিভ্রান্ত করত।
আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিএনপি'র কেন্দ্রীয় বিশেষ সামনে জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিএনপির ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও রেলী অনুষ্ঠিত হয়েছে।২৫ অক্টোবর দুপুরের পর থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ব্যানার পেস্টুন নিয়ে দলে দলে নেতাকর্মীরা জড়ো থাকে। আজকের আলোচনা আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
#banglanews #banglanewstoday #banglanewsong #banglanewsong2024 #banglanewslive #banglanewsong2023 #banglanewsong2020 #banglanewstv #banglanewshortfilm #banglanewsupdate #banglanewsadsong #banglanewschannel #banglanewshortfilm2021 #banglanewshortfilm2020 #banglanewsong2019 #banglanewsong2022 #banglanewsong2021 #banglanewsong2025 #banglanewsong2018 #rbanglanews #rbanglanewslive #banglanews24




