close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

निकर सृजन करना

⁣রাখাল সাহার বিচারের দাবীতে বিক্ষোভ

Akm Kaysarul Alam

0

0

151

ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়ায় হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন তথ্য প্রযুক্তি ব্যবহার করে উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। ২৮ জুলাই ২০২৫, সোমবার, সহকারী পুলিশ সুপার সাগর সরকারের নেতৃত্বে এই ফোনগুলো মালিকদের ফিরিয়ে দেওয়া হয়েছে। আইএমইআই ট্র্যাকিং ও সিইআইআর পোর্টালের মাধ্যমে এই সাফল্য অর্জিত হয়েছে। এই উদ্যোগ জনগণের মধ্যে পুলিশের প্রতি আস্থা বাড়িয়েছে। Watch this video to learn more about this remarkable police operation! #mobilerecovery #policesuccess tags:
হালুয়াঘাট, ধোবাউড়া, মোবাইল ফোন উদ্ধার, তথ্য প্রযুক্তি, পুলিশ অভিযান, ময়মনসিংহ, সাগর সরকার, আইএমইআই ট্র্যাকিং, সিইআইআর, জনগণের আস্থা, Mobile Recovery, Police Operation, Bangladesh News, Technology in Policing,
#হালুয়াঘাট #ধোবাউড়া #মোবাইলউদ্ধার #পুলিশসাফল্য #তথ্যপ্রযুক্তি #ময়মনসিংহ #mobilerecovery #policeoperation #bangladeshnews #technology

পুলক শেখ

0

0

11

দেশিয় অস্ত্র সহকারে যুবক আটক

Dr Md Jonaid

0

0

2


নেত্রকোনায় মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন নেত্রকোনায় মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনায় মাকে খুনের দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা দায়রা জজ আদালত। সেই সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে অতিরিক্ত এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন এই আদালত।এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মঙ্গলবার (২২জুলাই) দুপুরে নেত্রকোনা জেলা দায়রা জজ মো. হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এই রায় প্রদান করেছেন।

আদালতে অপরাধী মো. মোবারক হোসেন সাগর (২০) মোহনগঞ্জ উপজেলার নাগডড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

এ ব্যাপারে বাদীপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট আবুল হাসেম জানান, অভিযুক্ত সাগর দীর্ঘ দিন ধরে নেশাগ্রস্ত ছিল।মাদকাসক্ত ছেলে সাগর তার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতো।২০২২ সালের ২৪ আক্টোবর মা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। বিকেলে ঘরের ভেতর প্লাস্টিকের দড়ি গলায় পেঁচিয়ে শ্বাসরোধে মাকে খুন করে সাগর।তার মামা ইউনুস মিয়া সাগরকে আসামি করে খুনের মামলা করেন।

Bijoy Chandra Das

0

1

5,078

ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া মাহমুদপুর এলাকায় উঁচু ভিটার মাটি কাটায় বাধা দেওয়ায় শ্রমিক দলের নেতা কর্তৃক দুই শিক্ষকের বাড়িতে হামলা ভাংচুর প্রতিবাদে সাংবাদিক সম্মেলনের করেছে ভুক্তভোগী পরিবার। দুপুরে
ভালুকা প্রেসক্লাব কার্যালয়ে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগী বিরুনীয়া ইউনিয়নের সাবেক মেম্বার মকবুল হোসেন বলেন , মাহমুদপুর গ্রামে পৈতৃক উঁচু ভূমিতে বাগান এবং ফসলী জমি থেকে বিরুনীয়া ইউনিয়ন শ্রমিক দলের ভারপ্রাপ্ত আহবায়ক আশিকুর রহমান রিগানের নেতৃত্বে মাটি কেটে নেওয়ার প্রস্তাবে রাজি না হওয়ায়। গত ৬ মার্চ মোঃ মনিরুজ্জামানকে ভালুকা পৌর এলাকার মেজরভিটা থেকে ধরে নিয়ে সাবেক এক চেয়ারম্যানের বাসায় নিয়ে ৩০০ টাকার স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেয় এবং ভিডিও ধারণ করে। পরে ৮ মার্চ রাতে রিগান ও জ্বন সহ ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দোকানপাট ও বাড়িঘরে হামলা করে। এতে মনিরুজ্জামান ও তার মা সখিনা আক্তার আহত হন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলনে মনিরুজ্জামানের স্ত্রী বালিঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শামীমা নাসরিন জানান, রিগান ও জন ওই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন রকম হুমকি-ধমকি দিচ্ছে। ভয়-ভীতি দেখাচ্ছে। আমরা তাদের ভয়ে জীবন নিয়ে শঙ্কায় আছি।

Shazzadul Alam Khan

0

0

35