close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
Shorts Lumikha
লালমনিরহাটের বত্রিশ হাজারি এলাকায় (বিয়াই ও বিয়ানি) জনগন আটক করেছে গত ১২ মার্চ ২০২৫ ইং তারিখে। এ নিয়ে এলাকায় বিভ্রান্তিতে পড়েছে সাধারন জনগন। অনেকেই আবার মন্তব্য করে বসেছেন যে কার উপর বিশ্বাস করবো নিজেই নিজের উপর আস্থা হাড়িয়ে ফেলেছি। আবার কেউ বলছেন নিজের আত্মিয় স্বজনের উপর আস্থা হাড়িয়ে ফেললে একঘড়য়া হয়ে পড়বে সবাই। এর একটা দৃষ্টান্ত মুলক শাস্তি হওয়া জরুরী।
লালমনিরহাট কালীগঞ্জের চামটাহাটে মাদক সহ মোটরসাইকেল ফেলে পালালো ব্যবসায়ী। গোপনসূত্রের ভিত্তিতে জানানো সংবাদরে মাধ্যমে মাদক ব্যবসায়ী জনগনের হাত থেকে বাঁচতে বহনকৃত মাদক সহ মোটর সাইকেল ফেলে পালিয়েছে বলে জানান এলাকাবাসী। অতঃপর কালীগঞ্জ থানা পুলিশ ফেলে রাখা মাদকসহ মোটরসাইকেল হেফাজতে নিয়ে আইনানূগ ব্যবস্থা করেন। মূলহোতা ব্যবসায়ীদের তদন্ত চলছে বলে জানান কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি।
Mga komento
Magpakita ng higit pa



