শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:
বেসরকারী সংস্থা উত্তরণের সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর ব্রাঞ্চে দেশি মুরগী পালন বিষয়ে একদিনের প্রশিক্ষণ শনিবার (১৭ মে) অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। উত্তরণের এসআরবিএম প্রকল্পের আওতায় অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উত্তরণের প্রকল্প সমন্বয়কারী কৃষিবিদ মোঃ ইকবাল হোসেন, মনিটরিং অফিসার মোঃ আলামিন মোল্যা, প্রজেক্ট অফিসার তানিয়া সুলতানা, মঈনুল হোসেন সোহান, ফিল্ড অফিসার ইমরুল কবির, শতাব্দী বিশ্বাস প্রমুখ।
উক্ত প্রশিক্ষণে জাতপুর, আলাদিপুর ও আটারই গ্রামের ২০জন সদস্য অংশগ্রহণ করেছেন।