উত্তরায় মাঝ আকাশে বিস্ফোরণ! বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, চরম আতঙ্ক..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
A Bangladesh Air Force training jet crashed near Uttara's Milestone College, causing panic in the area. Fire service and emergency teams are currently on the scene.

রাজধানীর উত্তরা কাঁপল বিস্ফোরণের শব্দে—একটি সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে মাইলস্টোন কলেজের ভেতরে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও জরুরি ইউনিট কাজ করছে।

আজ সোমবার দুপুরে রাজধানীর উত্তরা অঞ্চলে একটি ভয়াবহ দুর্ঘটনার খবর সামনে এসেছে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন কলেজ চত্বরে বিধ্বস্ত হয়েছে। হঠাৎ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে কলেজ ক্যাম্পাস ও আশেপাশের এলাকা, সৃষ্টি হয় চরম আতঙ্কের।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুর ১টার কিছু পর তারা আকাশে একটি বিকট শব্দ শুনতে পান। তারপরই দেখতে পান, একটি বিমান ধোঁয়া ছড়াতে ছড়াতে নিচের দিকে দ্রুত নেমে যাচ্ছে এবং শেষপর্যন্ত কলেজ ক্যাম্পাসের ভেতরে আছড়ে পড়ে। মুহূর্তেই সেখানে ধোঁয়া ও আগুনের কুণ্ডলী দেখা যায়। এ সময় কলেজে থাকা শিক্ষার্থী ও শিক্ষকরা আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন।

বিমান বাহিনীর এক সরকারি বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং কিছুক্ষণের মধ্যেই তা উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি প্রশিক্ষণ মিশনের অংশ ছিল বলে জানানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানিয়েছেন, “আমরা দুপুর ১টা ১৮ মিনিটে সংবাদ পাই যে, উত্তরা মাইলস্টোন কলেজ সংলগ্ন এলাকায় একটি বিমান বিধ্বস্ত হয়েছে। সঙ্গে সঙ্গে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং আরও দুটি ইউনিট যোগ দেওয়ার প্রস্তুতি নেয়।”

এ ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিমানটির পাইলট ইজেকশন করতে সক্ষম হয়েছেন এবং আহত হলেও বড় ধরনের ক্ষতির শিকার হননি।

ঘটনাস্থলে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস ও বিমান বাহিনীর কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। এলাকাবাসীদের নিরাপদ দূরত্বে সরিয়ে রাখা হয়েছে এবং পুরো অঞ্চলটিকে ঘিরে রাখা হয়েছে যাতে উদ্ধার তৎপরতায় কোনো সমস্যা না হয়।

উল্লেখ্য, সামরিক প্রশিক্ষণের অংশ হিসেবে এফ-৭ বিজিআই বিমানগুলো নিয়মিত উড্ডয়ন করে থাকে। তবে এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করে।

বিমান দুর্ঘটনার প্রকৃত কারণ এবং পাইলট বা অন্যান্য ক্ষয়ক্ষতির বিষয়টি স্পষ্ট হতে আরও সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

Tidak ada komentar yang ditemukan