close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন কলেজে ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত..

ShahidulIslamkhokan avatar   
ShahidulIslamkhokan
****

 

উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন কলেক ক্যাম্পাসে
প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

স্টাফ রিপোর্টার : রাজধানীর উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন কলেজে ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে আকাশ থেকে একটি ছোট আকারের বিমান কলেজ চত্বরে আছড়ে পড়ে। এতে মুহূর্তেই শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে এদিক সেদিক ছুটোছুটি শুরু করেন।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ ও হতাহতের পরিমাণ জানা যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। আইনশৃঙ্খলা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, দুপুর ১টা ১৮ মিনিটে আমরা সংবাদ পেয়েছি যে উত্তরা মাইলস্টোন কলেজের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে আমাদের ৫ টি ইউনিট কাজ করছে।
ডিউটি অফিসার আরও বলেন, ‘এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য আমাদের কাছে এ মুহূর্তে নেই।

 

没有找到评论