close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

উত্তর ফটিকছড়ির ২নং দাঁতমারা ইউনিয়নের হাসনাবাদ গ্রামের মুক্তিযোদ্ধা শহিদ আহমদ ছাপা সড়কের বেহাল অবস্থা।....

Azizur Rahman avatar   
Azizur Rahman
একটি গ্রামের প্রায় ৭-৮ টি শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রায় শত শত মানুষের প্রতি দিনের চলাচলের শেষ সম্বল চলাচলের রাস্তা কিছু অংশ পাহাড়ি ডলে পানির সাথে মিশে যাচ্ছে অপর কিছু অংশ বর্তমানে প্রশাসনিক অবহেলায়..

একটি গ্রামের প্রায় ৭-৮ টি শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রায় শত শত মানুষের প্রতি দিনের চলাচলের শেষ সম্বল চলাচলের রাস্তা কিছু অংশ পাহাড়ি ডলে পানির সাথে মিশে যাচ্ছে অপর কিছু অংশ বর্তমানে প্রশাসনিক অবহেলায় প্রায় বিভিন্ন জায়গায় ভাঙ্গন সৃষ্টি হচ্ছে ফলে জনদুর্ভোগ ক্রমান্বয়ে প্রতিদিন বেড়েই চলছে।

 

উল্লেখ্য এটি উত্তর ফটিকছড়ির ২নং দাঁতমারা ইউনিয়নের হাসনাবাদ গ্রামের মুক্তিযোদ্ধা শহিদ আহমদ ছাপা সড়কের কথা। 

বর্তমানে রাস্তাটির বিভিন্নস্থানে পরিদর্শন করে যানা গেলো গত ২০১৭-১৮ সালের দিকে তখন কার স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে প্রায় ৯৫ লক্ষ টাকা বাজেট হয়ে হেয়াকোঁ গহিরা সড়ক থেকে হাসনাবাদ নিচিন্তা সড়কে মিলিত হয়েছে। ২ কিলোমিটার সড়ক টি তখন মাঠি থেকে ডাবল ব্রিক সলিং এ রুপান্তরিত হয়ে এই পর্যন্ত আর কোন বাজেট হয়নি। দীর্ঘ ৭-৮ বছর পর বর্তমানে বিভিন্ন জায়গায় নতুন করে ভাঙ্গন সৃষ্টি হয়েছে যার কারণে সাধারণ জনগণের চলাচলের প্রচুর সমস্যা হচ্ছে। 

উল্লেখ্য গত কয়েকদিন আগে রাস্তার সাথে সংযুক্ত হাসনাবাদ মদিনাতুল আরব উচ্চ বিদ্যালয়ের প্রবেশ মুখে নতুন ব্রিজের কাজ শুরু হয় যার কারণে টিকাদার পানি আটকানোর জন্য খালে বাঁধ নির্মাণ করেন। প্রায় এক সপ্তাহ ভারি বৃষ্টি বর্ষণের কারণে বাঁধ টি ভেঙ্গে নাড়িয়ে মুক্তিযোদ্ধা শহিদ আহমদ ছাপা সড়কের দুইটি স্থানে রাস্তা কেটে দেওয়া হয় যা সম্পূর্ণ অবৈধ দিন শেষে বাঁধ ও ভেঙে যায় এবং রাস্তাও কেটে দেওয়া হয়েছে যার কারণে স্কুল মাদ্রাসা শিক্ষার্থী থেকে সাধারণ মানুষ এবং কোন প্রকার যান বাহন চলাচল করতে পারছেনা। এ কারণে অত্র এলাকার সাধারণ জনগণ ও পথচারীরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে। যাথে দ্রুত রাস্তাটি আগের মতো করে দেওয়া হয় এবং ঠিকাদারি প্রতিষ্ঠানকে বেআইনি ভাবে রাস্তা কেটে মানুষের চলাচলের সমস্যা সৃষ্টি করার জন্য আইনের আওতায় এনে ব্যাখ্যা চাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

نظری یافت نشد