close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

উত্তেজনাপূর্ণ সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ১ রানে হারিয়ে ডব্লিউসিএলের ফাইনালে দঃ আফ্রিকা চ্যাম্পিয়ন্স।..

Bakhtiar S. avatar   
Bakhtiar S.
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপ অব লেজেন্ডস (WCL) ২০২৫ টি-২০ এর ২য় সেমি ফাইনাল। (টুর্নামেন্টে) পুনরায় মুখোমুখি দক্ষিন আফ্রিকা চ্যাম্পিয়ন্স এবং অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স।..

বার্মিংহামের এজবাস্টনে ৩১ জুলাই (বাংলাদেশ সময়) রাত সাড়ে নয়টায় মাঠে নামে দঃ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। টসে জিতে দঃ আফ্রিকার অধিনায়ক (গত ম্যাচে ক্যাপ্টেন্সি না করা) এবি ডি ভিলিয়ার্স প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। 

ব্যাট করতে নেমে দঃ আফ্রিকা ২ ওভারের মাথায় ১৩ রানে ১ম উইকেট হারায়; তাদের অধিনায়ক ৪ বলে মাত্র ৬ রান করে আউট হয়ে যান। তারপর ব্যাটিং অর্ডারে প্রমোশন দিয়ে নামানো হয় উইকেট কিপার ব্যাটসম্যান মর্নি ভ্যান উইককে। তিনি এবং অপর ওপেনার জন জন স্মাটস ২য় উইকেট জুটিতে সংগ্রহ করেন ৬০ বলে ১১১ রানের বড় পার্টনারশীপ। দলের অন্য কেউ অবশ্য খুব বেশি সুবিধা করতে পারেননি। শেষ পর্যন্ত দঃ আফ্রিকা ১৮৬/৮ রান করতে সক্ষম হয় নির্ধারিত ২০ ওভারে।

ভ্যান উইক করেন মাত্র ৩৫ বলে ৭৬। তার মারমুখী ইনিংসে ছিল ৭টি চার এবং ৫টি ছক্কা। আর জে. জে. স্মাটস করেন ৪১ বলে ৫৭ রান। অসিদের পক্ষে পিটার সিডল নেন ৪ উইকেট ৩০ রানের বিনিময়ে এবং ডি আরসি শর্ট পান ২ উইকেট ৩২ রান দিয়ে। 

১৮৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া তাদের অলরাউন্ডার ড্যানিয়েল ক্রিস্টিয়ানের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া হার না মানা ২৯ বলে ৩টি চার ও ৩টি ছয়ের সাহায্যে ৪৯* রানের সুবাদে ন্যূনতম ব্যবধানে; অর্থাত, মাত্র ১ রানে পরাজিত হয়। অসিদের (২০ ওভারে) ১৮৫/৭ রানের ইনিংসে এছাড়া ক্রিস লীনের অবদান ছিল ২০ বলে ৩৫ রান। তার ইনিংসে ছিল ৪টি ছয়। দঃ আফ্রিকার হয়ে ওয়েইন পারনেল ও হারদুস ভিলোয়েন যথাক্রমে ৩৩ ও ৪১ রান দিয়ে ২টি করে উইকেট লাভ করেন। 

ম্যাচসেরা প্লেয়ার নির্বাচিত হন বাঁহাতি পেসার ওয়েইন পারনেল তার শেষের অসাধারণ বোলিং নৈপুণ্যের জন্য। দঃ আফ্রিকার ফাইনালের প্রতিপক্ষ পাকিস্তান; যারা গতকালই ১ম সেমি ফাইনালে (কলড্ অফ ম্যাচে) পয়েন্টে অনেক এগিয়ে থেকে ফাইনালে চলে যায়। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২ আগস্ট।

No se encontraron comentarios