close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

উপকূলীয় শ্যামনগরে সুপেয় পানির প্লান্ট উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক..

Ranajit Barman avatar   
Ranajit Barman
 বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক সাতক্ষীরার
 শ্যামনগর উপজেলার সুন্দরবন  উপকূলের সীমান্তবাসীর জন্য ব্যবস্থা করলেন সুপেয় পানির প্রাপ্তি । ..

উপকূলীয় শ্যামনগরে সুপেয় পানির প্লান্ট উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক


 রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক সাতক্ষীরার
 শ্যামনগর উপজেলার সুন্দরবন  উপকূলের সীমান্তবাসীর জন্য ব্যবস্থা করলেন সুপেয় পানির প্রাপ্তি । 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় শ্যামনগর উপজেলার কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিজিবি কর্তৃক নির্মিত সুপেয় পানির প্লান্ট উদ্বোধন করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি পানির প্লান্ট উদ্বোধন পরবতী সময়ে ৮০ জন অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন । ১২০ জন রোগাক্রান্তদের মাঝে প্রদান করা হয় স্বাস্থ্য সেবা। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম এই স্বাস্থ্যসেবা পরিচালনা করেন।

 নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহরিয়ার রাজিবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ নওফেল মাহমুদ, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সোহরাব হোসেন ভূঁইয়া, জনসংযোগ কর্মকতা মোঃ শরিফুল ইসলাম, যশোর রিজিওনাল কমান্ডার মোঃ ইয়াসির জাহান হোসেন, খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মোঃ মেহেদী হাসান চৌধুরী।

 এসময় বিজিবি মহাপরিচালক মোঃ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, বিজিবি শুধু সীমান্ত সুরক্ষায় ভূমিকা রাখবেন তাই নয়, সীমান্তবাসীর সেবায় সাধ্যমত ভূমিকা রাখতে সচেষ্ট থাকবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাপরিচালক আশরাফ আরো বলেন, দেশের মানুষের সেবায় বিজিবি দেশবাসীকে সাথে নিয়ে সবসময় কাজ করে যাবেন।

 এ সময় আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পুলিশ সুপার মুনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মইনুল ইসলাম, শ্যামনগর উপজেলা নিবাহী অফিসার রণী খাতুন, উপজেলা সহকারী কমিশনার ভূমি রাশেদ হোসাইন,শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর মোল্যা, কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম প্রমূখ। উপকূলবাসী এই সকল সেবা পেয়ে  বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
 
অনুষ্ঠানে জানানো হয় লবণাক্ত অঞ্চলের সাধারণ মানুষের জন্য বিনামূল্যে পানি পেতে নির্মাণ করা হয়েছে সুপেয় পানির প্লান্ট।

ছবি- শ্যামনগর সীমান্তবতী কৈখালী সুপেয় পানির প্লান্ট উদ্বোধন করছেন বিজিবির মহাপরিচালক আশরাফুজ্জামান সিদ্দিকী।

 

No comments found


News Card Generator