close

লাইক দিন পয়েন্ট জিতুন!

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সেবা সম্পর্কিত গণশুনানি 

Ranajit Barman avatar   
Ranajit Barman
সাতক্ষীরার শ্যামনগরে বুড়িগোয়ালিনী ইউনিয়ন ক্লাইমেট এ্যাকশন গ্রুপের আয়োজনে উপকার ভোগীদের সাথে উপজেলা মহিলা বিষয়ক অফিসের সেবা সম্পর্কিত গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। ..

 উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সেবা সম্পর্কিত গণশুনানি 

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগরে বুড়িগোয়ালিনী ইউনিয়ন ক্লাইমেট এ্যাকশন গ্রুপের আয়োজনে উপকার ভোগীদের সাথে উপজেলা মহিলা বিষয়ক অফিসের সেবা সম্পর্কিত গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর)সকালে বুড়িগোয়ালিনী ইউপির আড়পাংগাশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাইক্লোন শেল্টার প্রাঙ্গণে এ গণশুনানির আয়োজন করা হয় ।

লিডার্স, মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসি অব সুইডেনের সহযোগিতায় কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ) প্রকল্পের আওতায় গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক । আরও উপস্থিত ছিলেন ওয়ান স্টপ ক্রাইসিস সেলের (ওসিসি) প্রোগ্রাম অফিসার প্রনব  বিশ্বাস , শ্যামনগর থানার এসআই কামরুল ইসলাম, মহিলা উন্নয়ন কর্মী মাবিয়া সুলতানা , বুড়িগোয়ালিনী ইউপি সদস্য উমা রানী মল্লিক,   ইউপি সদস্য  মাহতাব উদ্দিন , ইউপি সদস্য মোকিন্দ পাইক।

বুড়িগোয়ালিনী ইউপির প্যানেল চেয়ারম্যান জি এম আব্দুর রউফ এর সভাপতিত্বে গণশুনানিতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রকল্প সমন্বয়কারী সুব্রত অধিকারী। 

প্রধান অতিথি গণশুনানিতে উপজেলা মহিলা বিষয়ক অফিসের সকল সেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। 
গণশুনানিতে উপকারভোগীরা তাদের সেবা প্রাপ্তিতে যেসব সমস্যা ও প্রতিবন্ধকতা রয়েছে তা তুলে ধরেন ও সমাধানের দাবি জানান।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প কর্মকর্তা সুলতা সাহা।

ছবি- শ্যামনগর গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্য রাখছেন শ্যামনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক ।

 

Комментариев нет


News Card Generator