close

লাইক দিন পয়েন্ট জিতুন!

তুরস্কে ৬.১ মাত্রার ভূমিকম্পে ভবন ধস, চলছে উদ্ধার অভিযান

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
তুরস্কের ইস্তাম্বুলের নিকটবর্তী বালিকেসি প্রদেশে রিখটার স্কেলে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (AFAD) জানায়, স্থানীয় সময় রবিবার (১০ আগস্ট) সন্ধ..

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (GFZ) ভূমিকম্পটির মাত্রা ৬.১৯ এবং গভীরতা ১০ কিলোমিটার বলে উল্লেখ করেছে। ভূমিকম্পে বালিকেসির প্রদেশের সিনদিরগি এলাকায় বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

সিনদিরগি শহরের মেয়র সেরকান সাক জানান, শহরের কেন্দ্রে একটি তিনতলা ভবন ধসে পড়েছে, যেখানে ছয়জন বাসিন্দা ছিলেন। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে চারজনকে জীবিত উদ্ধার করেছেন। বাকি দুজনকে উদ্ধারের চেষ্টা চলছে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (পূর্বে টুইটার) লিখেছেন, “ উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।”

তুরস্ক ভৌগোলিকভাবে কয়েকটি সক্রিয় ফল্ট লাইনের ওপর অবস্থান করায় দেশটি ভূমিকম্পপ্রবণ। এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ভয়াবহ ভূমিকম্পে দেশটিতে ৫৩ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছিল, যা সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি। স্থানীয় গণমাধ্যম আনাদুলু এজেন্সির তথ্য অনুযায়ী, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এবং হতাহতের সংখ্যা এখনও নিশ্চিত নয়।

Ingen kommentarer fundet