সত্যজিৎ দাস:
গাজীপুরে 'দৈনিক প্রতিদিনের কাগজ' পত্রিকার স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় কমলগঞ্জ প্রেসক্লাব ভবনের সামনে আয়োজিত এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক নির্মল এস পলাশ।
এসময় বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম,সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা সহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন,সাংবাদিক তুহিন ছিলেন সত্য ও ন্যায়ের সাহসী কণ্ঠস্বর। তার নির্মম হত্যাকাণ্ড সাংবাদিক সমাজসহ পুরো জাতিকে শোকাহত ও ক্ষুব্ধ করেছে। তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তায় কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে কমলগঞ্জের বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সচেতন নাগরিকরা অংশ নেন।