close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা ও সফরকারী বাংলাদেশ..

সিরিজে দুই দলই একটি করে জয় পাওয়ায় আজকের ম্যাচটিই হয়ে উঠেছে সিরিজ নির্ধারণী। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা।

এর আগে টেস্ট ও ওয়ানডে সিরিজে পরাজয়ের স্বাদ নিয়েছে বাংলাদেশ। তবে এখনও লঙ্কান মাটিতে একটি সিরিজ জয়ের সুযোগ রয়েছে টাইগারদের সামনে। আজকের ম্যাচে জয় পেলেই টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নেবে লিটন কুমার দাসের দল।

এই ম্যাচে দুই দলই এনেছে একাধিক পরিবর্তন।
বাংলাদেশ একাদশে জায়গা হয়নি মোহাম্মদ সাইফউদ্দিন ও মেহেদী হাসান মিরাজের। তাদের পরিবর্তে একাদশে ঢুকেছেন তানজিম হাসান সাকিব ও সহ-অধিনায়ক শেখ মেহেদী হাসান।

শ্রীলঙ্কাও দলে পরিবর্তন এনেছে দুটি। জায়গা হারিয়েছেন আভিস্কা ফার্নান্দো ও চামিকা করুনারত্নে। তাদের জায়গায় একাদশে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার দিনেশ চান্ডিমাল এবং কামিন্দু মেন্ডিস। উল্লেখযোগ্য বিষয় হলো, প্রায় সাড়ে তিন বছর পর টি-টোয়েন্টি দলে ফিরলেন চান্ডিমাল। সর্বশেষ ২০২২ সালের ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে এই ফরম্যাটে খেলেছিলেন তিনি।

বাংলাদেশ একাদশ:

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব।

Geen reacties gevonden