close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

তরুণ উদ্যেক্তা ও সাংবাদিক সুজন আহমেদ পাচ্ছেন বিশ্ব পরিবেশ দিবস সম্মাণনা..

ShahidulIslamkhokan avatar   
ShahidulIslamkhokan
****

তরুণ উদ্যেক্তা ও সাংবাদিক সুজন আহমেদ 
পাচ্ছে বিশ্ব পরিবেশ দিবস সম্মাননা অ্যাওয়ার্ড

নিজস্ব প্রতিবেদক : 

দৈনিক বাংলাদেশ সমাচারের ঢাকা প্রতিনিধি, সাপ্তাহিক মতলব বার্তার স্টাফ রিপোর্টার, Chandpur tv এর স্টাফ রিপোর্টার ও তরুণ উদ্যোক্তা সুজন আহাম্মদ পাচ্ছে বিশ্ব পরিবেশ দিবস সম্মাননা অ্যাওয়ার্ড ২০২৫। বীর ঈশাখাঁ স্মৃতি সাহিত্য পরিষদ এ এ্যাওয়াডের আয়োজন করেছে। প্রতিষ্ঠানটি প্রতিবছর সামাজিক উন্নয়নে অবদান রাখার জন্য এ বিশেষ অ্যাওয়ার্ডের আয়োজন করে থাকে। এবার তরুণ উদ্যেক্তা ও সাংবাদিকতার যারা অ্যায়ার্ড পেয়েছে তাদের মধ্যে একজন চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার পাঠানচক গ্রামের কৃতি সন্তান সুজন আহাম্মদ। সে সততার সাথে পেশাগত দায়িত্ব পালন করার পাশাপাশি তরুন উদ্যেক্তা হিসেবে ঢাকার মোহাম্মদপুরে গড়ে তুলেছেন "ব্যাচেলর’স জোন"।   যেখানে ব্যাচেলরদের প্রয়োজনীয় সুযোগ সুবিধাসহ আধুনিক থাকার ব্যবস্থা করা হয়েছে।
সুজন আহাম্মদ জানান, আগামীতে তিনি দেশ, সমাজ ও পরিবেশ সচেতনতামূলক একটি সামাজিক সংস্থা গঠন করতে চান, যার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের তরুণদের নৈতিক শিক্ষা প্রদান ও প্রশিক্ষণ দেওয়া হবে। অবহেলিত এতিম ও অনাত বাচ্চাদের জন্য একটি আশ্রম প্রতিষ্ঠা করার পরিকল্পনাও রয়েছে।

No comments found