close

লাইক দিন পয়েন্ট জিতুন!

তরুণ সাংবাদিক ও উদ্যোক্তা এম এ মাজেদের অকাল প্রয়াণে শোকের ছায়া..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
তরুণ সাংবাদিক এম এ মাজেদ ৪০ বছর বয়সে ইন্তেকাল করেছেন, রেখে গেছেন পরিবারের আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহীকে শোক সাগরে ভাসিয়ে নিরবে নিভৃতে না ফেরার দেশে চলে গেলেন তরুণ উদীয়মান মেধাবী সাংবাদিক, সফল উদ্যোক্তা এম এ মাজেদ। শুক্রবার (৬ জুন '২৫) রাত ৯টা ৩০ মিনিটের সময় তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর-ধুলিহর-ফিংড়ি (বি.ডি.এফ) প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সাতক্ষীরা সকাল পত্রিকার নিজস্ব প্রতিনিধি ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। তিনি ব্যক্তিগত জীবনে অবিবাহিত ছিলেন। মৃত্যুকালে ভাই বোন মা-সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন ।

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর গ্রামের মৃত্যু হোসেন আলী সরদারের ছোট ছেলে আব্দুল মাজেদ ডাবলু ছিলেন একজন সফল উদ্যোক্তা। পরিবারের সার্বিক ব্যয় নির্বাহ করতেন তিনি। অনলাইনে আমের ব্যবসায় ছিল তার দেশ জুড়ে খ্যাতি। সুনাম আর সততার সাথে অনলাইনে আম, মধু বিক্রি করতেন। এছাড়া সামাজিক বিভিন্ন সংগঠনের সাথেও ছিলেন যুক্ত। জেলার একজন খ্যাতিমান ফুটবল রেফারি হিসেবেও তার ছিল সুনাম।

গত ৪ জুন রাতে ব্রেন স্ট্রোক করে সাতক্ষীরা সিবি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার (৬ জুন) দুপুরে ভর্তি হয়। এরপর রাত ০৯টা ৩০ মিনিটের সময়  তিনি মৃত্যুবরণ করেন। 

বি.ডি.এফ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ও ইউপি সদস্য আরশাদ আলী জানান, আব্দুল মাজেদ ছিলেন একজন সুশিক্ষিত মেধাবী সাংবাদিক। একজন দক্ষ সাংবাদিকে। তিনি ছিলেন একজন সমাজকর্মী ক্রীড়াবিদ ও ব্যবসায়ী ।

ভালুকাচাঁদপুর বন্ধন সমবায় সমিতির লিমিটেডের সাধারণ সম্পাদক ও ভালুকা চাঁদপুর আই.পি.এম ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন।

তিনি সাতক্ষীরা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন। শনিবার (০৭ জুন '২৫) ভালুকা চাঁদপুর উত্তরপাড়া ঈদগাহ্ ময়দানে সকাল ০৭ টার সময় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। 

কোন মন্তব্য পাওয়া যায়নি