close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ত্রয়োদশ সংসদ নির্বাচন পঞ্চগড়-২ আসনে একক প্রার্থী বিএনপি, এনসিপি ও জামায়াতের....

Afzal Hossain avatar   
Afzal Hossain
পঞ্চগড় -২ (বোদা - দেবীগঞ্জ ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। দীর্ঘদিন ভোটাধিকারবঞ্চিত সাধারণ মানুষের মধ্যেও যেন এমন আকাঙ্ক্ষা বিরাজ করছে। এখানে বিএনপি,এনসিপি ও জামায়াতে ইসলাম..

 

 


পঞ্চগড় -২ (বোদা - দেবীগঞ্জ ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। দীর্ঘদিন ভোটাধিকারবঞ্চিত সাধারণ মানুষের মধ্যেও যেন এমন আকাঙ্ক্ষা বিরাজ করছে। এখানে বিএনপি,এনসিপি ও জামায়াতে ইসলামীর একক প্রার্থী নানাভাবে ভোটারদের কাছাকাছি যাচ্ছেন। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মতবিনিময় সভায় যোগ দিয়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন তারা।

জানা যায়, এ আসনে মোট ভোটার তিন লাখ ৮৯ হাজার ৯৪১ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৯৫ হাজার ৭১০ জন, নারী ভোটার এক লাখ ৯৪ হাজার ২২৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ৩ জন। জেলার গুরুত্বপূর্ণ এ আসনে ১৯৮৬ সালে কমিউনিস্ট নেতা কমরেড ফরহাদ, ১৯৮৮, ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে কমিউনিস্ট পরবর্তী বিএনপি নেতা মোজাহার হোসেন নির্বাচিত হন। এরপর ২০০৮, ২০১৪,২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের নুরুল ইসলাম সুজন নির্বাচিত হন। 


আসনটিতে বিএনপির একক মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির সদস্য সচিব ও পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ। এছাড়াও প্রকাশ্যে প্রচার চালিয়ে যাচ্ছেন জামায়াতে ইসলামী ঘোষিত একক প্রার্থী সফিউল্লাহ সুফি। 

অপরদিকে এ আসনে ইতোমধ্যে প্রকাশ্যে প্রচার ও জনগনের কাছাকাছি যাচ্ছেন এনসিপি নেতা ও জেলা সংগঠক লেখক ও সমাজ সেবক শিশির আসাদ । জাসদ বাংলাদেশের সম্ভাব্য প্রার্থী দলটির কেন্দ্রীয় সদস্য এমরান আল আমিনও সরব আছেন ।

দলীয় মনোনয়নের বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ পতিত স্বৈরাচার হাসিনা সরকারের আমলে যারা মাঠে থেকে দলীয় কর্মসূচি পালন করেছেন এবং জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন-এমন ক্লিন ইমেজের প্রার্থীদের মধ্য থেকেই দলীয় মনোনয়ন দেওয়া হবে। দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই সবাই কাজ করবে।

এনসিপি সম্ভাব্যপ্রার্থী শিশির আসাদ বলেন, আমরা ২৪ এর গনঅভ্যুত্থানের একটা পার্ট। সুতরাং জনগন আমাদের অন্যভাবে গ্রহন করেছে। আমরা অত্যন্ত সুসংগঠিত হয়ে মাঠে নামছি। আশা করি, জনগণ আমাদের ভোট দিয়ে বিজয়ী করবে।

জামায়াত ঘোষিত প্রার্থী সুফি বলেন এটা জামায়াত অধ্যুষিত এলাকা। আমরা বিজয়ী হবো। জনগন আমাদের পাশে আছে। 

এছাড়াও নাম প্রকাশ না করার শর্তে একজন ভোটার বলেন - তিনজন প্রার্থী শক্ত অবস্থানে আছে। আমরা দীর্ঘদিন বিএনপি, জাপা ও আওয়ামী শাসন দেখেছি। এখন বাকি আছে দুইটা দল। এর মধ্যে তরুনরা যেহেতু দেশ নতুন করে স্বাধীন করলো তাই আমি তরুন প্রার্থী শিশির আসাদকে সমর্থন করবো।

Ingen kommentarer fundet